Ameen Qudir

Published:
2018-07-11 01:15:14 BdST

বিএসএমএমইউ’র ৪৫ বিভাগে নতুন চেয়ারম্যান দায়িত্ব নিলেন



ডেস্ক __________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবার প্রবীনের পাশাপাশি নবীনেরও জয়গান। ৪৫ বিভাগে নতুন চেয়ারম্যান
দায়িত্ব নিলেন। ১০ জুলাই থেকে পরবর্তী তিন বছরের জন্য তাদের পদায়ন করা হয়। ৯ জুলাই উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া নতুন চেয়ারদের হাতে দায়িত্ব ভারের পত্র তুলে দেন। ১০ জুলাই ২০১৮ তা কার্যকর হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, চিকিৎসা সেবা মহান পেশা। এটি মানবসেবার ব্রত। রোগীদের আস্থা ধরে রাখতে সর্বশক্তি দিয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রত্যেকটি বিভাগের চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণার উন্নয়ন ও প্রসার আত্মনিয়োগ করতে হবে ।

৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৪৫টি বিভাগের চেয়ারম্যানদের যোগপত্র দেয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউ অফিসের দেয়া তালিকা অনুযায়ী এখানে নতুন চেয়ারম্যানদের নাম দেয়া হল। মেডিসিন অনুষদের ইন্টারনাল মেডিসিন বিভাগে অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ, অনকোলজি (ক্যান্সার) বিভাগে অধ্যাপক মো. সরোয়ার আলম, অ্যান্ডোক্রাইনোলজি বিভাগে অধ্যাপক মো. ফরিদ উদ্দিন, কার্ডিওলজি বিভাগে অধ্যাপক সৈয়দ আলী আহসান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে অধ্যাপক আয়েশা খাতুন, মনোরোগ বিদ্যা বিভাগে অধ্যাপক এম এম এ সালাহ উদ্দিন কাউসার বিপ্লব, নিউরোলজি বিভাগে অধ্যাপক মো. রফিকুল ইসলাম, রিউম্যাটোলজি বিভাগে অধ্যাপক মো. নজরুল ইসলাম, হেমাটোলজি বিভাগে অধ্যাপক মো. আব্দুল আজিজ, হেপাটোলজি (লিভার) বিভাগে অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল এবং নেফ্রোলজি (কিডনি) বিভাগে অধ্যাপক আছিয়া খানম।

 

শিশু অনুষদের নিওনেটোলজি (নবজাতক) বিভাগে অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, শিশু বিভাগে অধ্যাপক সেলিনা খানম, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন বিভাগে অধ্যাপক এ এস এম বজলুল করিম, পেডিয়াট্রিক নেফ্রোলজি (শিশু কিডনি) বিভাগে অধ্যাপক রনজিত রঞ্জন রায় এবং পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগে অধ্যাপক আনোয়ারুল করিম। নার্সিং অনুষদে গ্রাজুয়েট নার্সিং বিভাগে অধ্যাপক মেবেল ডি রোজারিও নিয়োগ পেয়েছেন।

বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের প্যাথলজি বিভাগে অধ্যাপক মো. কামরুল হাসান খান, ল্যাবরেটরি মেডিসিন বিভাগে অধ্যাপক তুহিন সুলতানা, এনাটমি বিভাগে অধ্যাপক খন্দকার মানজারে শামীম, ফার্মাকোলজি বিভাগ অধ্যাপক মো. সায়েদুর রহমান, ফিজিওলজি বিভাগে অধ্যাপক সুলতানা ফেরদৌসী, মাইক্রোবায়োলজি বিভাগে অধ্যাপক আহমেদ আবু সালেহ, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে অধ্যাপক ফরহাদুল হক মোল্লা এবং ভাইরোলজি বিভাগে অধ্যাপক সাইফ উল্লাহ মুন্সী।

দন্ত অনুষদের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগে অধ্যাপক মো. শামসুল আলম, অর্থোডোনটিক্স বিভাগে অধ্যাপক গাজী শামীম হাসান, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে অধ্যাপক কাজী বিল্লুর রহমান এবং প্রস্থোডনটিক্স বিভাগে অধ্যাপক মো. মাহবুবুর রহমান।

সার্জারি অনুষদের জেনারেল সার্জারি বিভাগে অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আলম, হেপাটোবিলিয়ারি, পেনক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগে অধ্যাপক মো. জুলফিকার রহমান খান, নিউরো সার্জারি বিভাগে অধ্যাপক এ টি এম মোশারেফ হোসেন, রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগে অধ্যাপক পারভীন ফাতেমা, গাইনোকলোজিক্যাল অনকোলজি বিভাগে অধ্যাপক সাবেরা খাতুন, কলোরেক্টাল সার্জারি অধ্যাপক মো. শাহাদত হোসেন, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি বিভাগে অধ্যাপক তৃপ্তি রানী দাস, অর্থোপেডিক সার্জারি বিভাগে অধ্যাপক আবু জাফর চৌধুরী (বিরু), ইউরোলজি বিভাগে অধ্যাপক এ. কে. এম. খুরশিদুল আলম, অ্যানেসথেসিয়া, এনালজেসিয়া ও ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে অধ্যাপক এ. কে. এম. আখতারুজ্জামান, কার্ডিয়াক সার্জারি বিভাগে অধ্যাপক রেজওয়ানুল হক বুলবুল, নাক কান ও গলা বিভাগে অধ্যাপক বেলায়েত হোসেন সিদ্দিকী, ভাসকুলার সার্জারি বিভাগে অধ্যাপক মো. মাহবুবুর রহমান, পেডিয়াট্রিক সার্জারি বিভাগে অধ্যাপক তোসাদ্দেক হোসেন সিদ্দিকী, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অধ্যাপক মো. ইকবাল হোসেন এবং ফিটোম্যাটার্নাল বিভাগে অধ্যাপক ফিরোজা বেগম।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়