Ameen Qudir
Published:2018-04-23 00:49:16 BdST
"অকালে চলে যাওয়া জাকারিয়া স্বপন আমার ছাত্র ছিলেন "
প্রয়াত উপ-উপাচার্য অধ্যাপক জাকারিয়া স্বপন
অধ্যাপক ডা. মুজিবুল হক
__________________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের প্রয়াত উপ-উপাচার্য অধ্যাপক জাকারিয়া স্বপন এর শোক ও স্মরণ সভায় গিয়েছিলাম।
সারাটি দেশ থেকেই চিকিৎসক, গুণগ্রাহীরা এসেছিলেন।
জাকারিয়া স্বপন ছিলেন আমার ছাত্র। তার বড় ডাক্তার হবার , শেষ পরীক্ষার
পরীক্ষক ও ছিলাম আমি।
তার মূল্যবান জীবনের অবসান হয়েছে একেবারে অকালে।
তবে মৃত্যু হোল এক অলঙ্ঘনীয় , অমোঘ নিয়তি । যদিও এটা মানতেই হয় কিছু মৃত্যু , নশ্বর জীবন অবসানের পর ও , বহুকাল অনুরাগীদের মনকে আলোড়িত করে রাখে , প্রবল মোহে রাখে, শ্রদ্ধায় রাখে , মর্মান্তিক দুঃখে রাখে।
সম্ভবত স্বপন কোন কোন ক্ষেত্রে তার আবেগকে সংহত রাখতে না পারায় , কিছু অসন্তোষ ঘটে।
শনিবারের আলোচনায় তার অভিভাবক , আত্মীয় , অত্যন্ত স্বজন অধ্যাপক ডঃ সিরাজ , এ জন্যে সব কিছু , ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখার আবেদন করেন।
বিশ্ব কবির একটি উক্তি মনে পড়ে। তিনি বলেছিলেন ,
এমন মৃত্যু দুঃসহ রাত্রিদিনের দুখ-সুখ থামায় বুকে
যতকিছু মন্দ- ভালো , যতকিছু দ্বিধা - দন্ধ
সকল কিছুর হয় অবসান।
প্রার্থনা করি , মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
_____________________________

FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2 ।
আপনার মতামত দিন: