Ameen Qudir

Published:
2016-12-06 02:57:29 BdST

শাহবাগে বাসচাপায় মৃত্যুপথযাত্রী ডা.হৃদয়রঞ্জনকে যেভাবে বাঁচালেন প্রফেসর ডা. ফজলুল হক





ডা. হৃদয়রঞ্জন রায়
______________________

আমার সাথে ইনি প্রফেসর ডা: ফজলুল হক, প্রফেসর অফ এনেস্থেসিয়া।

আমি ঢাকার শাহবাগে যেদিন দুই বাসে চাপা পড়ে মৃত্যুপথযাত্রী ; তখন ইনি রাস্তা থেকে আমাকে তুলে এনে বিএসএমএমইউ এর আইসিইউ তে নিয়ে যান। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাই আমি। উল্লেখ্য যে সে সময় আমার বুকের ২৪ টি হাড়ের ১৫ টি ভেঙ্গে গিয়েছিল, ফুসফুসে মারাত্মক ইনজুরি হয়েছিল,মুখ -বুক-পেট ফুলে গিয়েছিল, শ্বাসনালীতে রক্তক্ষরন হয়ে শ্বাসকষ্ট হচ্ছিল, বুকের দুদিকেই রক্তক্ষরন হয়েছিল।

আমার বাবা মা আমাকে জন্ম দিয়ে সৃজন করেছেন। কিন্তু ইনি ২য় বার আমার জীবন রক্ষা করে সেই স্থানেই বসে আছেন। আজ ওনার সাথে কিছু সময় কাটাতে পেরে এবং এই কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেয়ে আমার খুব খুব ভাল লাগছে!
________________________

 

 


লেখক ডা. হৃদয়রঞ্জন রায় , রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়