Ameen Qudir
Published:2018-02-18 19:09:13 BdST
বিএসএমএমইউ ভিসির নেতৃত্বে শিক্ষা সাফল্য: ১২০২ ডাক্তার উচ্চতর ডিগ্রির সনদ পাচ্ছেন
ডাক্তার প্রতিদিন
_____________________
আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে
১ হাজার ২০২ জন উচ্চতর ডিগ্রি অর্জনকারী চিকিৎসক অংশ নেবেন। এবং তাদের সনদ গ্রহণ করবেন । এটা এ যাবৎকালে সর্বোচ্চ ।
বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সুযোগ্য নেতৃত্বে এসেছে এই সাফল্য।
সনদপ্রাপ্তদের মধ্যে এর মধ্যে মেডিসিন অনুষদ থেকে ৩৪১ জন, সার্জারি অনুষদ থেকে ৩৮৮ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ২৪১ জন, ডেন্টাল অনুষদে ৫০ জন, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদে ১৪০ জন উচ্চতর ডিগ্রি অর্জনকারী চিকিৎসক এবং নার্সিং অনুষদে ৪২ জন ডিগ্রিধারী নার্স সনদ গ্রহণ করবেন। ডিগ্রিধারী শিক্ষার্থীদের মধ্যে ৬০১ জন ছাত্র এবং ৬০১ জন ছাত্রী রয়েছে। সনদ অর্জনকারীদের মধ্য থেকে ছয়টি অনুষদ থেকে সর্বোচ্চ নম্বরধারী ছয়জনকে স্বর্ণ পদক প্রদান করা হবে।
বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৪২টি অধিভুক্ত প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর কোর্সের সংখ্যা ৯৫টি। এর মধ্যে রেসিডেন্সি ৬২টি, নন রেসিডেন্সি ৩০টি, বিএসসি নার্সিং একটি এবং মাস্টার অব সায়েন্স ইন নার্সিং একটি এবং পিএইচডি একটি। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ২ হাজার ২৭৪ জন ছাত্রছাত্রী ভর্তি হয়। এর মধ্যে রেসিডেন্সি শিক্ষার্থীর সংখ্যা হলো ১ হাজার ৯৯ জন এবং নন রেসিডেন্সি ছাত্রছাত্রীর সংখ্যা হলো ১ হাজার ১৭৫ জন। ২০১০ সাল থেকে এ পর্যন্ত রেসিডেন্সি প্রোগ্রামের অধীন ফেজ এ এবং ফেজ বি-তে ৪ হাজার ৯৭৯ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। ফেজ বি-তে পাশ করেছেন ৭৬৮ জন। নন রেসিডেন্সি প্রোগ্রামের অধীনে ভর্তি হয়েছেন ৮ হাজার ৬৯১ জন এবং পাশ করেছেন ৬ হাজার ৬৫১ জন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ২৫১ জন ছাত্রছাত্রী উচ্চশিক্ষায় অধ্যায়নরত আছেন।
আপনার মতামত দিন: