Ameen Qudir
Published:2017-08-08 15:18:55 BdST
জীবন এতো ছোট কেনে?
ডা. তারিক রেজা আলী
________________________________
বৃষ্টি নিয়ে আর লিখব না প্রতিজ্ঞা করেছিলাম। কিন্তু এমন চমৎকার দৃশ্য দেখে না লিখে কিভাবে পারি। এক দঙ্গল ছেলে খোলা ট্রাকে উঠে পড়েছে। কলেজের ইউনিফর্ম গায়ে, কলেজ ফেরত সবাই বাড়ী যাচ্ছে বুঝতে অসুবিধা হয় না। প্রত্যেকের হাতে ছাতা, তবে সবই গোটানো, খুলে মাথায় দেওয়ার কথা কারো মনে আসে নি। কোথায় যাচ্ছে এ ট্রাক? পথচারীর এ প্রশ্নে উত্তর দিল এক স্বঘোষিত কন্ডাক্টর, কোথায় যায় জানি না, খালি উঠে পড়েন ! কিছুক্ষণের মধ্যে ভরে উঠলো ট্রাক। একজন আরেকজনকে হাত ধরে টেনে তুলছে।
তারুণ্যের কি এক অসহ্য সৌন্দর্য ! এরকম ভিজতে পারতাম ! এই স্মৃতি নিশ্চয়ই ওদের সারা জীবন মনে থাকবে। এদের কেউ একজন আজ থেকে ৩০-৩৫ বছর পর লিখবে তখনকার তরুণদের বৃষ্টিতে ভেজার কাহিনী। তাদের তখন মনে পড়বে এ ব্যস্ত রাজপথে হঠাৎ আসা বর্ষার কথা, আমাদের যেমন মনে পড়ে যায় বাতাবী লেবু দিয়ে ফুটবল খেলার দৃশ্য, বাতাসেও লেবুর গন্ধ, চিবুক বেয়ে পড়া বৃষ্টির পানির স্বাদ...
জীবন এতো ছোট কেনে??
_________________________________
ডা. তারিক রেজা আলী
সহকারী অধ্যাপক, রেটিনা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
আপনার মতামত দিন: