Ameen Qudir
Published:2017-08-07 20:13:33 BdST
" এত যে ব্যডাইন গো বিরুদ্ধে লেখছ, হ্যার পরও তো ব্যডাইন গো ছাড়া তর চলেনা "
ডা. গুলজার হোসেন উজ্জ্বল
______________________________
তসলিমা নাসরিনের তখন সংসার নেই। চারদিকে লেখিকা হিসেবে তার সুনাম সুখ্যাত। লিভ টুগেদার করতেন ছেলে বন্ধুদের সাথে। শান্তিনগরের বাসায় কায়সার বলে তাঁর একজন বন্ধু নিয়মিত আসতেন। তসলিমা নাসরিনের মা তাঁর সাথে ঐ বাড়িতেই থাকতেন। থাকতেন, কারণ মা তার এই কন্যাকে বিপদে একলা ফেলে যেতে পারেননা। তসলিমা তখন মূলত একা।
তসলিমা নাসরিনের মা পাচ ওক্ত নামাজ পড়তেন। টিপিক্যল মধ্যবিত্ত বাংগালি। তবু তসলিমার জীবনযাপন নিয়ে কিছু বলতেন না। মেনে নিতেন। হয়ত ভাবতেন মেয়ে যদি এভাবেই সুখী হয়, হোক। কষ্টও হয়ত পেতেন। মায়ের মন, আহারে!
কায়সার সাহেব ও অন্যান্য পুরুষবন্ধুদের সাথে তসলিমার এই রিলেশনশিপ নিয়ে একবার বিরক্ত হয়ে বলেছিলেন " এত যে ব্যডাইন গো বিরুদ্ধে লেখছ, হ্যার পরও তো ব্যডাইন গো ছাড়া তর চলেনা।"
মায়েরা মাঝে মাঝে খুব বেসিক প্রশ্ন করে ফেলেন। চিন্তার জগত এলোমেলো করে দেন। এর জন্য তাদের খুব বিদ্বান হওয়া লাগেনা। মা হলেই হয়।
________________________________
ডা. গুলজার হোসেন উজ্জ্বল । রেসিডেন্ট, বিএসএমএমইউ।
আপনার মতামত দিন: