Ameen Qudir

Published:
2016-11-24 19:24:57 BdST

"আমি কি কোরান শরীফও পড়তি পারব না?"


ডা. তারিক রেজা আলী
_____________________________


সামনে বসা ষাট-বাষট্টি বছরের ভদ্রমহিলাকে আমি আশ্বস্ত করতে চাইলাম। বললাম, " মা গো, চিন্তা করবেন না, আপনি জীবনেও অন্ধ হবেন না।"

"আপনি সামনে বসে আছেন, আমি দেখতি পাচ্ছি, কিন্তু আপনার চেহারাটা আমি দেখতি পাচ্ছি না। আমি কি কোরান শরীফ পড়তি পারব না?"

খারাপ খবরটা তখন সরাসরি দিতেই হলো। " না, মা, আপনি কোন কিছুই পড়তে পারবেন না। ক্ষীণ দৃষ্টির স্পেশাল চশমা দিয়ে তবু আমরা চেষ্টা করব।"

কান্নায় ভেঙে পড়লেন ভদ্র মহিলা। পাশে দাঁড়ানো মেয়েটিও আঁচলে চোখ মুচ্ছেন।

একবুক হাহাকার নিয়ে আমার রোগী বললেন, " যদি কোরান শরীফই পড়তি না পারি তালি বাঁইচে থাইকে কী করব??"

ভাল দু'টি চোখ নিয়ে আমি কি করছি??

______________________________


লেখক ডা. তারিক রেজা আলী । সুলেখক।
ডাক্তার প্রতিদিনে নিয়মিত লেখেন।
সহকারী অধ্যাপক
Retina., Bangabandhu Sheikh Mujib Medical University

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়