Ameen Qudir

Published:
2017-05-23 06:28:46 BdST

আমি হলে জেলে গিয়ে সবাইকে লজ্জা দিতাম


 

 


ডা. গুলজার হোসেন উজ্জ্বল

____________________

আব্দুল্লাহ স্যার জামিন নিয়েছেন। কাজটা ভাল করেননি। আমি হলে জামিন নিতাম না। জেলে যেতাম। জেলে গিয়ে সবাইকে লজ্জা দিতাম। বিব্রত করতাম। আমি প্রফেসর এবিএম আব্দুল্লাহ চোর বদ্মাশদের সাথে বালিশ ছাড়া মেঝেতে শুতাম। আমার রোগীরা এসে শুনত আমি জেলে। আমি ফৌজদারি মামলার আসামি।

আমি খুব ভাল করে জানি এই দেশে সবচেয়ে সম্মানজনক পেশা হলো দালালি। আমিও ভাবছি দালাল হবো। দালাল হয়ে ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ারদের গালি দেব। উচ্চ মার্গের দালাল হলে আমার গালি মানুষ আনন্দের সাথে খাবে।

আর যদি তা না পারি দেশ ছেড়ে চলে যাব। বিদ্বান হতে চাইলে এই দেশ না। অনেকতো দেখলাম। এটা বদমাশ, ইতরদের রাজ্য।
_________________________

লেখক ডা. গুলজার হোসেন উজ্জ্বল । রেসিডেন্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ঢাকা।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়