Ameen Qudir

Published:
2017-05-23 05:27:58 BdST

আব্দুল্লাহ স্যারদের মুচলেকা দিয়ে জামিন : জাতির জন্য অপমান



ডা. মোহাম্মদ সালাউদ্দিন
___________________________

 

সম্ভবত: BMDC এর Registration ছাড়াই ভারতীয় ডাক্তাররা প্র্যাকটিস করছেন।এ প্রবণতা দিন দিন ক্রমান্নয়ে বেড়েই চলেছে। মানুষজন খুব আনন্দচিত্তে ,দুর দুরান্ত থেকে অনেক কষ্ট সহ্য করে ছুটে আসছেন।হাসিমুখে সন্তুষ্ট চিত্তে দীর্ঘ সারি বেঁধে বসে আছেন।হাজার হাজার টাকার পরীক্ষা করাচ্ছেন।রোগী ও ডায়াগনস্টিক সেন্টার সবাই ভিষণ খুশী ।চারিদিকে কেমন একটা সাজ সাজ রব।উপচে পড়ছে।উৎসবমুখর পরিবেশ।

গণতান্ত্রিক দুনিয়াতে বেশীর ভাগ মানুষের ইচ্ছাকে সম্মান জানাতে হয়।

ও দিকে আব্দুল্লাহ স্যার সহ অন্যান্য ডাক্তার ভাইদের মুচলেকা দিয়ে জামিন নিতে হচ্ছে --ভুল চিকিৎসার অযাচিত অপবাদ ও অপ্রত্যাশিত অসম্মান মাথায় নিয়ে ।

ভাবছি আমাদের ভবিষ্যতের কথা --কোথায় হবে আমাদের ভবিষ্যত প্রজন্মের স্হান।গ্রামের পল্লীচিকিৎসক/ভারতীয় বিষেজ্ঞদের সহকারী?!

সেদিন মেধাবীরা কি আজকের মতো ডাক্তারী পড়তে আসবে?

সিনেমা হলের মতো ,ডাক্তার তৈরীর কারখানা মেডিকেল কলেজ গুলো কি একে একে বন্ধ হয়ে যাবে।ওখানে কি মার্কেট হবে? আধুনিক মল/সুপার সপ/অথবা রেইন ট্রি মার্কা কিছু?

________________________________

ডা. মোহাম্মদ সালাউদ্দিন

Neuromedicine specialist (Neurologist) at CSCR (PVT) Hospital LTD. Chittagong

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়