Ameen Qudir
Published:2017-03-23 16:49:34 BdST
"ডা. মুনীর মার খেয়েছে তাতে কি ! আমরা তো খাই নি ! "
ডা. তারিক রেজা আলী
____________________________
শেষ পর্যন্ত তাহলে ডা. মুনিরের ঘটনাও বিস্মৃতির আড়ালে হারিয়ে গেল। আর কোন কথা শুনছি না কারো কাছ থেকে। তীব্র অভিযোজন ক্ষমতার অধিকারী আমরা হজম করে নিতে পারি যে কোন নৈরাজ্য।
এক সময়ের সহকর্মী, বন্ধু, ছোট ভাই কারো অপদস্থ হওয়ার ঘটনা আমাদেরকে খুব বেশী নাড়া দিতে পারে না। নাড়া দিলেও তা বুদবুদ হয়ে মিলিয়ে যায় নিমিষে, ঢেউ এর আকার ধারণ করে তীরে আছড়ে পড়ে না, ধ্বংস করে না চার পাশ। ভালই তো, ভালো না?
আমরা হয়তো চিন্তা করি, আমি তো সুরক্ষিত আছি, আমার উপর কোন আক্রমন আসবে না। হায়, ভুলে যাই, এর পরের শিকার হব আমি। আমাকে তারা হাসপাতালের ভিতর হয়তো কিছু বলবে না, কিন্তু বাড়ী ফেরার সময়? কিংবা বিকেলের চেম্বারে?
গভীর বিষাদে ভরে আছে মন। করে যাচ্ছি সব কাজ, পালিত হচ্ছে সব দায়িত্ব, যাপিত হচ্ছে নাগরিক জীবন। কিন্তু সব কিছুই কেমন যেন ধোঁয়ার মত, কুয়াশার চাদরে ঢাকা।
মুক্তি কোথায়?
________________________
লেখক ডা. তারিক রেজা আলী Assistant Professor, Retina. at Bangabandhu Sheikh Mujib Medical University
আপনার মতামত দিন: