Ameen Qudir

Published:
2017-03-23 00:02:42 BdST

তখন মেয়েরা ছিল ইউনিয়ন সমর্থক: হঠাৎ আসিয়া ছাত্রলীগে যোগ দিয়ে চমকে দেন


স্মৃতির সোনালী এ্যালবাম।

 

 

অধ্যাপক ডা. মুজিবুল হক
_____________________________


আমাদের ক্লাস ফ্রেন্ড অধ্যাপক ডা. আসিয়া আর নেই । (যারা বিহান-বেলা ছিল আনন্দ গানে ,সাঝের আগেই এমনি করে মিলায় কেনে)।

মহান আল্লাহ তার বিদেহী আত্মার যেন শান্তি দেন।নিজের জন্যেও ভাবনা হচ্ছিল ।

আসিয়াকে মনে পড়ে বিস্তর ।আমরা যখন তরুন তখন রাজনীতি নিয়ে আনন্দময় হই চই করতাম। আসিয়া বেশ মুখর ছিল।ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রথম নির্বাচন।আমাদের প্যানেল ছিল ছাত্র লীগ এর হাফিজ - মুজিব(আমি) পরিষদ। সব মেয়েরা ছিল ছাত্র ইউনিয়ন সমর্থক। হঠাত চমকে দিয়ে আসিয়া ছাত্র লীগে যোগ দিয়ে আলোড়ন সৃষ্টি করে। আমরা মহা উৎসাহে তাকে বরন করি। আামি মুক্তিযুদ্ধে যোগ দিতে একাত্তরের মার্চ মাসে ময়মনসিংহ ত্যাগ করি। আর দেখা হয় নি, তেমন নিবিড় ভাবে। এত বছর।তবু তাকে খুব মনে আছে।

প্রফেসর ডাঃ আসিয়া অনেক সুখ দুখে জীবন কাটিয়েছে। মহান আল্লাহ তাকে চির সুখ দিন।

______________________________

 

 

 

লেখক অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়