SAHA ANTAR

Published:
2021-07-03 20:37:14 BdST

পরস্পরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানিয়ে আমির ও কিরণ সংসার জীবন থেকে সরে দাঁড়ালেন


 

অন্তর সাহা, কলকাতা
_____________________

পরস্পরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানিয়ে উপমহাদেশের মহাঅভিনেতা আমির খান ও বিদুষী কিরণ রাও এক যৌথ বিবৃতিতে জানালেন, তাঁরা
আর স্বামী স্ত্রী থাকছেন না। তবে ভালবাসা, শ্রদ্ধা, সম্পর্কের মাধুর্য অটুট থাকবে।

তারা জানিয়েছেন, সম্পর্কের শ্রদ্ধা সম্মান মধুর বন্ধুতা আর প্রতিদিনের নিয়মিত দাম্পত্য এক নয়। তাই তারা সসম্মানে সরে দাঁড়াচ্ছেন।
হ্যা, গুজব গজব প্রচারী চক্রের নানা কুকথা শোনা কানে বিষয়টি অদ্ভুত শোনালেও ঠিকই পড়ছেন,
বলিউড অভিনেতা আমির খান ও কিরণ রাও তাদের ১৫ বছরের সংসারের ইতি টানতে চলেছেন।

আজ শনিবার সকালে আমির খান নিজেই এই বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ করেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এক যৌথ বিবৃতিতে আমির-কিরণ জানিয়েছেন, ‘এই ১৫ বছর আমরা অনেক অভিজ্ঞতা, আনন্দ, হাসি ভাগাভাগি করেছি। আমাদের সম্পর্ক বিশ্বাস, শ্রদ্ধাবোধ ও ভালোবাসার মধ্য দিয়ে এতোদূর এগিয়েছে। এখন থেকে আমরা নতুন আরেক অধ্যায় শুরু করতে যাচ্ছি। যেখানে আমরা আর স্বামী-স্ত্রী থাকছি না। তবে আমাদের সন্তান আজাদকে লালনপালন ও পানি ফাউন্ডেশনসহ অন্যান্য কাজ আমরা এক সঙ্গেই করবো।’

‘লাগান’ সিনেমার শুটিংয়ের সময় প্রেম হয় এই জুটির। সে সময় আমির বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন রিনা দত্তের সঙ্গে।

১৬ বছরের সম্পর্ক ছেদ করে ২০০২ সালে প্রথম স্ত্রী রিনাকে ডিভোর্স দেন আমির। ২০০৫ সালে বিয়ে করেন কিরণ রাওকে। তাদের একটি সন্তান রয়েছে।

আপনার মতামত দিন:


বিনোদন এর জনপ্রিয়