Dr. Aminul Islam
Published:2022-03-28 22:08:23 BdST
বাংলাদেশ মেডিকেল থেকে এমবিবিএস, বিসিএসেও উত্তীর্ণ, অতঃপর ঢাকাই সিনেমার নায়িকা
সংবাদ দাতা
___________
ডা. জাকিয়া কামাল মাহা। মেধাবী চিকিৎসক।
উচ্চতা নজরে পড়ার মত। ৫ ফুট ৭ ইঞ্চি। বেসরকারি বাংলাদেশ মেডিকেল কলেজে পড়াশোনা শেষে প্রথমে ডাক্তারি শুরু করেন।
মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিসিএসও পাশ করেন।
কিন্তু বাবা প্রয়াত হলে বিজনেস দেখা শুরু করতে হয় তাকে। বদলে যায় সবকিছু।
সম্প্রতি ‘পাপ’–এ নামে একটি ঢাকাই ফিল্মের নায়িকা হিসেবে নির্বাচন করা হয়েছে তাকে । বেশ ডামাডোল করে জাজ মাল্টিমিডিয়া নামে একটা প্রতিষ্ঠান নায়িকা নির্বাচন করে তাকে। বিষয়টি নিয়ে ডা. মাহা বেশ উৎফুল্ল।
তার কৈফিয়ত,
বাবা মারা যাওয়ার পর থেকে পারিবারিক ব্যবসা দেখাশোনা করতে হচ্ছে তাকে। এ কারণে আপাতত ডাক্তারি করা সম্ভব হচ্ছে না। তবে সিনেমাটি শেষ করার পর আবার ডাক্তারিতে ফেরার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন।
ডাক্তারি, ব্যবসায় করবেন নিয়মিত। অফার পেলে অন্য
সিনেমাতেও কাজ করবেন।
আপনার মতামত দিন: