Ameen Qudir
Published:2016-11-23 21:43:37 BdST
আজব সার্জারি : কাজলের শরীর এখন পরীমনির দেহে
মোহাম্মদ শামসুদ্দোহা তাপস
__________________________
মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ ।
সবি হবে অগোচরে জানবে না কেহ।।
মহিলা টিকে আছেন সম্ভবত এই তত্ত্বের উপর। নিয়মিত বিরতিতে তার বিভিন্ন ছবি প্রকাশ হচ্ছিল বিভিন্ন স্বামীর সাথে।
এবার তিনি পেলেন দক্ষিনী নায়িকা কাজল আগরওয়ালের দেহ। মিনি মাগনা। বিনে পয়সাতেই। কাটপেস্টের ছুরিতেই হয়ে গেল নীরব সার্জারি।
সম্প্রতি পরিচালক শফিক হাসান প্রকাশ করেছেন তার নতুন ছবি ‘ধুমকেতু’র পোস্টার। সেখানে দেখা গেল ভারতের দক্ষিণের একটি ছবির নায়িকা কাজলের শরীর চুরি করেছে পরীমনি ! ওই ছবির নায়িকা কাজল আগারওয়ালের শরীর ঠিক রেখে কেবল মুখটা বসিয়ে দিয়েছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনির।
এমন হাস্যকর চুরি করে তিনি নিজের শিল্পবোধের ( !!!) দেউলিয়াই আর নিম্নস্তরই প্রমান করলেন এই মহিলা। তবে ইনি প্রথম না...।
এর আগে ‘মাস্তানি’ নামের একটি ছবিতে ভারতীয় অভিনেত্রী সানি লিওনের একটি ছবিতে শরীরের উপর মৌসুমী হামিদের মাথা বসিয়ে দেয়া হয়েছিল।
_____________________________
লেখক মোহাম্মদ শামসুদ্দোহা তাপস
স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান Advance Healthcare Solution Limited
এর ম্যানেজিং ডাইরেক্টর ।
আপনার মতামত দিন: