ডাক্তার প্রতিদিন
Published:2020-05-23 16:09:59 BdST
করোনা ত্রাণ তহবিলে বিশাল অঙ্কের অনুদান দিলেন মোহনলাল
ডেস্ক / সংবাদ সংস্থা
________________
করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। থেমে নেই মুত্যুর সংখ্যাটাও। কার্যত ভারতে থেমে গেছে জনজীবন। এ অবস্থায় দিনমজুর ও অসহায় মানুষগুলো হয়ে পড়েছে বিপাকে। তাদের সাহায্যে সমাজের বিত্তবানদের পাশাপাশি এগিয়ে এসেছেন তারকারাও। সেই তালিকায় এবার নাম লেখালেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা মোহনলাল।
কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বিশাল অঙ্কের অনুদান দেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা। জানা যাচ্ছে, মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেমোহনলাল করোনার মতো মহামারী রোধে যিনি এগিয়ে এসেছেন আর্থিক সাহায্য নিয়ে।
তবে রজনীকান্ত থেকে শুরু করে প্রভাস, মহেশ বাবু, রাম চরণ, পবন কল্যাণ-সহ তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক অভিনেতা এগিয়ে এসেছেন করোনা ত্রাণ তহবিলে তাদের অনুদান নিয়ে। কখনও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল আবার কখনও মুখ্যমন্ত্রীর তহবিলের জন্য বাড়িয়ে দিয়েছেন সাহায্য়ের হাত।
সংবাদ সংস্থা
AD..
আপনার মতামত দিন: