ডাক্তার প্রতিদিন

Published:
2020-05-09 17:17:53 BdST

গোপী বউ দেবলীনা'র বাড়িতে করোনার হানা , সিল করা হল আবাসন


 

ডেস্ক
__________________

করোনার থাবা বসল জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও গোপী বউ হিসেবে সারা উপমহাদেশে জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের আবাসনে। এরপরেই এই অভিনেত্রীকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে।

ইন্ডিয়া টিভি-কে দেবলীনা বলেন, তাঁর বিল্ডিং থেকে একজন করোনা পজিটিভ এসেছে সে কারণেই পুরো আবাসনকে কন্টামিনেটেড ঘোষণা করা হয়েছে। যে রাঁধুনীর করোনা ধরা পড়েছে, তিনি দেবলীনার বাড়িতেও কাজ করতেন। সে কারণেই তাঁকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এমনকী বাড়ির পরিচারিকাকেও ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনভাইরাসের ফলে লকডাউন ঘোষণা হওয়ার পর দেবলীনা নিজের গুরগাঁওতে নিজের বাড়িতেই রয়েছেন। সোশাল মিডিয়া মাধ্যমে ফ্যানেদের সঙ্গে আড্ডা মেরে সময় কাটছে। সম্প্রতি, তাঁকে অসীম রিয়াজ এবং হিমাংশি খুরানার সম্পর্কে মতামত জিজ্ঞাসা করা হয়েছিল, জবাবে তিনি বলেছিলেন, “সুন্দরী দম্পতি এবং সুন্দরী মহিলা।”

বিগ বসের আগে সাথ নিভানা সাথিয়া ধারাবাহিকে গোপী বহু-র ভূমিকায় জনপ্রিয় হয়েছেন দেবলীনা ভট্টাচার্য। বিগ বসে রেশমি দেসাইয়ের সঙ্গে বন্ধুত্ব নিয়ে চর্চা হয় এখনও।

আপনার মতামত দিন:


বিনোদন এর জনপ্রিয়