Ameen Qudir

Published:
2017-01-01 18:40:21 BdST

স্বামীদের নিয়ে বউদের যত অভিযোগ , ইত্যাদি ইত্যাদি


ডা. নাসিমুন নাহার

______________________________

 

 

আমাদের জেনারেশনের বিবাহিত বেশিরভাগ মেয়ের তার স্বামীকে নিয়ে কমন অভিযোগগুলো অনেকটা এমন

#কি লোক নিয়ে যে সংসার করছি শুধু আমি আর আমার আল্লাহ/ঈশ্বর জানে !

#শুধু আমি বলেই এই গাধাটার ঘর করলাম !

#এমন কাণ্ডজ্ঞানহীন লোক আর একটাও নেই !
বাচ্চা সংসার সব দায়িত্ব সব যেন আমার একার।তার কাজ শুধু সকালে সেজেগুজে ফুল বাবু হয়ে পারফিউম আর আফটার সেভ মেখে অফিসে যাওয়া আর রাতে ফিরে ঘুমান ! টোট্যালি রাবিস !

#আমার প্রতি কোন মনোযোগ নেই !

#দুনিয়ার সবার সাথে হাহা হিহি করে কথা বলতে পারে।শুধু আমার সাথে কথা বলার সময় তার মুড অফ হয়ে থাকে, অফিসের কাজের কথা মনে পড়ে যায় !

#মোবাইলটা হচ্ছে যত নষ্টের গোড়া।আর ফেইসবুকের কথা কি বলব !এইটার মধ্যে তার প্রান ভোমরা ঢুকানো।জুকারবার্গকে যদি কখনো সামনে পাই বুঝামু নে ...........
মোবাইলরে বিয়ে করলেই পারত। রক্ত মাংসের মানুষে কোন ইন্টারেস্ট নাই।বে আক্কেল পুরুষ মানুষ যতসব !

ইত্যাদি ইত্যাদি ইত্যাদি....... ..........
একটা শব্দও কিন্তু বানিয়ে বলেনি, trust me.গত তিন বছর কোয়ার্টারে থাকার বদৌলতে আমার কলিগ দের বৌদের কাছ থেকে এই শব্দগুলো হাজার হাজার বার শোনা।

 

#অাগামীকাল পড়ুন

বউদের নিয়ে স্বামীদের যত অভিযোগ , ইত্যাদি ইত্যাদি

____________________

 

লেখক
ডা. নাসিমুন নাহার । জনপ্রিয় লেখক। ডাক্তার প্রতিদিনে প্রকাশিত প্রতিটি লেখাই তাঁর অাকাশচুম্বী পাঠকপ্রিয় হয়।

আপনার মতামত দিন:


বিনোদন এর জনপ্রিয়