Ameen Qudir

Published:
2016-12-19 02:40:26 BdST

প্রচলিত প্রবাদকে চ্যালেঞ্জ ঠুকে চিরঞ্জিত বললেন ‘বউ হারালে বউ পাওয়া যায় না!


          
ডেস্ক বিনোদন , কলকাতা
___________________

বহু আলোচিত একটি ডায়লগ নিয়ে এবার একটু অন্যভাবে মুখ খুললেন
বাংলা ছবির কিংবদন্তি চিরঞ্জিত নিজেই।

'বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা' —

'সংসার সংগ্রাম' ছবিতে প্রখ্যাত অভিনেতা চিরঞ্জিতের এই ডায়লগটির জনপ্রিয়তা এক সময় আকাশ ছুঁয়েছিল। পরবর্তী সময়ে এই ডায়লগটিকে নিয়ে হাসির খোরাকও হয়েছে প্রচুর। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বা সাক্ষাতে চিরঞ্জিতর কাছে যতবার এই ডায়লগটি শুনতে চাওয়া হয়েছে, ততবার তিনি অম্লানবদনে এই ডায়লগটি শুনিয়েছেন।

এবার রীতিমতো বোমা ফাটালেন তিনি। বললেন, ডায়লগটি সিনেমায় চললেও আসলে ডায়লগটি না-কি ভুল। সরল ভাবেই তিনি বললেন, অামার মা যখন  মারা গেলেন , পাড়ার সব মায়েরা এসে বললো, কী হয়েছে । আমরা তো আছি। তোমার মায়ের মত। সুখে দু:খে খাকব।

কিন্তু যখন আমার বউ গত হলো, কেউ তো এসে বলল না, আমি তোমার বউয়ের মত।
চিরঞ্জিত বলছেন তার ভঙ্গীতেই।
নিজের কানেই শুনে নিন --

কী বলছেন চিরঞ্জিত

আপনার মতামত দিন:


বিনোদন এর জনপ্রিয়