Ameen Qudir
Published:2018-12-25 08:22:33 BdST
লড়াই ঘরের চাল ছাওয়ার সংস্থান ছিল না ইন্ডিয়ান আইডলের
ডেস্ক
___________________________
ইন্ডিয়ান আইডলের মঞ্চে এ বার হরিয়ানার জয়। এই প্রতিযোগিতার দশম বছরে সেরার শিরোপা পেলেন হরিয়ানার সলমন আলি। প্রথম পুরস্কার হিসেবে ২৫ লক্ষ টাকা পেলেন তিনি। চরম দারিদ্রের সঙ্গে লড়াই করে উঠে আসা এই প্রতিভার নামই এখন মুখে মুখে। কিছু দিন আগেও সলমনের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল, বাড়ির চাল ছাওয়ার সংস্থানও পর্যন্ত ছিল না।
রবিবার রাতে ফল ঘোষণার পর সলমন বলেন, ‘‘আমি দর্শক এবং বিচারকদের ধন্যবাদ দিতে চাই। তাঁরাই আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আমার গ্রামের মানুষ খুব খুশি। ওখানে মিষ্টি বিলি হয়েছে। বাজিও ফাটানো চলছে বলে শুনলাম।’’
সাত বছর বয়স থেকেই গান শিখতে শুরু করেন সলমন। ক্লাস নাইনের পড়ুয়া এ বার পড়াশোনা শেষ করতে চান। পুরস্কার মূল্য দিয়ে বাড়িতে সাহায্য করতে চান। তবে লক্ষ্য গান। বলিউডে পায়ের তলার জমি খুঁজে নেওয়া লড়াইটা এখন থেকেই শুরু করে দিলেন তিনি। সলমন শেয়ার করেছেন, ‘‘আমরা এখানে সবাই পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। সকলেই এখানে জিততে এসেছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম যদি জিততে নাও পারি, অনেক মানুষের ভালবাসা তো পাব...।’
আনন্দবাজার পত্রিকার সৌজন্যে
আপনার মতামত দিন: