Ameen Qudir

Published:
2018-08-30 16:31:59 BdST

বিশ্বের সবচেয়ে সিনিয়র মোস্ট সাইকিয়াট্রিস্ট ইসলামিয়াত, আরবী ও উর্দুতে এমএ


 


 
ডা. আবদুস সোবহান
____________________________

তার কোন মেডিকেল ডিগ্রি নেই। অথচ তিনিই নাকি বিশ্ব সেরা। সবার বুড়ো মুরুব্বি।
বিশ্বের সবচেয়ে সিনিয়র মোস্ট সাইকিয়াট্রিস্টর ঠিকানা ও ভিজিটিং কার্ড পাওয়া গেছে। কথিত বিশ্বের সর্বজ্যেষ্ঠ ও সর্বকালের সর্ব সেরা এই মনোচিকিৎসক কোন এমবিবিএস পাস ডাক্তার নন। তিনি ইসলামিয়াত, আরবী ও উর্দুতে এমএ ও বিএড করা। বাস করেন পাকিস্তানের লাহোরে। তার নাম " প্রফেসর এমবি হানিফ"।


এর মধ্যেই তার ভিজিটিং কার্ড অনলাইনের কল্যাণে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সর্বশেষ সর্বসেরা এই ভুয়া ডাক্তার সারা বিশ্বে অনলাইন পাঠকদের কাছে চরম হাসির পাত্র হয়েছেন। এবং হাস্যরসাত্মক ব্যাক্তি হিসেবে জোকার অব দি ইয়ারে পরিনত হয়েছেন।হাজারো পাঠকের দাবি, এই বিশ্বসেরা উম্মাদকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য কোন মেন্টাল এসাইলামে ভর্তি করা হোক। 

আপনার মতামত দিন:


বিনোদন এর জনপ্রিয়