Ameen Qudir
Published:2018-06-06 17:49:02 BdST
ফটো ফিচারইদের পোষাকের নাম: আমারে তুই লইয়া যা! ভাবা যায়!
ফটো ফিচার : ডা. ডা. কামরুল হাসান সোহেল
___________________________
ইদের পোষাকের নাম: আমারে তুই লইয়া যা। ভাবা যায়।
ইদ ফ্যাশনে বিশ্ববাংলা জয় করতে চলেছে বাংলাদেশ। কি বিচিত্র সব পোষাক; একই সঙ্গে কি অদ্ভুত সব নাম। থাই, চীনা, সাউথ ইন্ডিয়া; কলকাতা, মুম্বাই ; সব জায়গার পোষাক এখন সারা বাংলা জুড়ে সুলভ। চলছে ক্রেজ। কুমিল্লা থেকে তেমনই কিছু পোষাকের ছবিসহ প্রতিবেদন জনপ্রিয় উদীয়মান কলামিস্ট ডা. কামরুল হাসান সোহেলের। ছবিও ডা. সোহেলের।
তিনি জানাচ্ছেন__________
কুমিল্লা সাত্তার খান ম্যানশনে কিছু আজিব নামের ড্রেস দেখলাম, এসকে-মরতা, ইয়াং চুং পাং, চামপু জেনেছা, কি দারুণ দেখতে, কাশমুড়া, ডানা কাটা পরী, ডালি, আমারে তুই লইয়া যা, নতুন পিড়ান!! কত্তো ক্রিয়েটিভ জাতি আমরা ভাবা যায়!!!





কাশমুড়া হল দক্ষিণ ভারতীয় ব্লকবাস্টার ছায়াছবি। ভৌতিক ছবি। সেই ছবির নায়িকার পোশাকের ছড়াছড়ি বাংলাদেশ জুড়ে।
আপনার মতামত দিন: