Ameen Qudir

Published:
2016-12-06 01:55:03 BdST

পছন্দ হলো বুঝি ! সাজিয়ে নিতে পারেন সহজেই , খরচও অল্প



_______________________

ডাক্তার প্রতিদিন
_____________________
এই মনোরম ড্রইং রুমটা দেখে কি ভাবছেন।
অনেক খরচ , অনেক ঝামেলা হবে এমনটি করে সাজাতে।
ব্যয়ের ধাক্কা কেমন করে সামলাবেন।
তাই ইনটেরিয়র ডিজাইনকারদের কয়েকটি টিপস।

১. বাড়ি করলে সহজেই সম্ভব। যদি ফ্লাট কেনেন , তবে যখন কিস্তি গুলো দিচ্ছেন , তখনই প্লানটি মাখায় নিন। একটু নেট ঘাঁটলেই অনেকরকম ডিজাইন মিলবে। সেসব থেকে ফাইনাল করুন। ইনটেরিয়রকে বলুন। কিংবা ডেভলপারকে বলুন। অল্প কিছু বাড়তি খরচেই তারা এই অন্যরকম ড্রই দেবে সাজিয়ে।
২. ফ্লাট তৈরী হয়ে গেছে। উঠে গেছেন। তাহলে কি সম্ভব।
ইনটেরিয়র কোন কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন। ওরা যথাসাধ্য সাজিয়ে দেবে আপনার কাঙ্খিত ড্রইং রুম। এ ক্ষেত্রে খরচ একটু বেশী পড়বেই। তবে ঠকবেন না। ইনটেরিয়র এখন পুরো দস্তুর পেশা। বাজার দর মেনেই কাজের ঠিকে নিতে হয়।

 

আপনার মতামত দিন:


বিনোদন এর জনপ্রিয়