Ameen Qudir
Published:2018-04-05 02:57:37 BdST
অবিকল সলমন খান: ছবিতে সলমন সেজে অভিনয়ও করেন
ছবিটা দেখে এনাকে সলমন খান ভেবে যেন ভুল করবেন না। ইনি কিন্তু মোটেও সলমন নন। কি বিশ্বাস হচ্ছে না?
'বজরঙ্গি ভাইজান', 'টিউব লাইট' সহ একাধিক ছবিতে বেশকিছু দৃশ্যে সলমনের জায়গায় আপনারা এই পারভেজ কাজীকেই দেখেছেন।
ডেস্ক রিপোর্ট
________________________
অবিকল সলমন, দেখলে চোখ ছানাবড়া হবেই।
দেখতে অবিকল সলমন খানের মত। তাই তাঁকে সলমন ভেবে ভুল করাটাই স্বাভাবিক। তবে এনার নাম পারভেজ কাজী।
আমার, আপনার মতোই অনেকেই পারভেজকে সলমন ভেবে ভুল করেন। ইনিও আদপে অভিনেতা, মডেল। থাকেন মুম্বইতেই। তবে ইনি সলমন খান নন। তাঁর বডি ডাবল।

খোদ সলমন খানের হয়ত পারভেজকে প্রথম দেখায় বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল।
একাধিক সিনেমায় সলমনের হয়ে বডি ডাবল করেছে পারভেজ কাজি।
'বজরঙ্গি ভাইজান', 'টিউব লাইট' সহ একাধিক ছবিতে বেশকিছু দৃশ্যে সলমনের জায়গায় আপনারা এই পারভেজ কাজীকেই দেখেছেন। অথচ, আপনারা কেউই বুঝতে পারেননি ইনি সলমন নন, আদপে তাঁর বডি ডাবল।
'ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা' সহ বেশকিছু হিন্দি ধারাবাহিকেও সলমনের বদলে হাজিরা দিয়েছিলেন পারভেজ।
সলমনের মতো সোশ্যাল সাইটে পারভেজ কাজীরও ভক্তর সংখ্যা নেহাৎ কম নয়। ইনস্টাগ্রামের পারভেজের ফলোয়ারের সংখ্যা ৫০ হাজারেরও বেশি।

মাঝে মধ্যেই সোশ্যাল সাইটে সলমনের স্টাইল নকল করে ছবি পোস্ট করেন পারভেজ।
আপনার মতামত দিন: