Ameen Qudir
Published:2018-01-04 15:43:38 BdST
"সর্প হইয়া দংশন কর,ওঝা হইয়া ঝাড়"
মেজর ডা. খোশরোজ সামাদ
________________________
১।হলিউডের সকল নায়িকারা মিল্লা যৌন হয়রানির বিরুদ্ধে এক হইছে। বড়ই মহৎ কাম।ওম শান্তি। শুইনা জব্বর খুশী হইলাম।আপনেরা চাইলে অনেক বেসম্ভবরে এক্কেবারে সম্ভব কইরা ফালাইতে পারেন ।আপনেরা তামাম দুনিয়ার কোটি কোটি মাইনষের স্বপ্ন কইন্যা। ছিনেমার পরদায় আপনাগো হাসি দেইখ্যা কোটি মানুষ হাসে,আপ্নাগো কান্দন দেইখা কোটি কোটি মানুষ কইষ্টে জার জার হইয়া কাইন্দা বুক ভাসাইয়া ফেলে। অনেক মহিলারা আপনাগো মত পোষাক- আশাক পইরা, কেশ বিন্যাস কইরা, নিজেগো হলিউডি নায়িকা ভাইববার চায়। শান্তি শান্তি।
২।যৌন হয়রানি থামাইবেন,বড্ড ভালা কথা। কিন্তুক, ছিনেমার পরদায় আপনারাই কত না আকাম- কুকাম করেন! বুকের কাপড় খুইল্যা,পানির লাহান স্বচ্ছ কাপড় পইরা, দেহের বাঁক দেখাইয়া,বেডরুমে ' উম্মা - উম্মা ' কইরা উঠতি বয়সের পুলামাইয়াগো যৌন উসকানি বাড়াইয়া দিয়া আবার যৌন হয়রানির বিরুদ্ধে বয়ানের বন্যা বওয়াইয়া দিতেছেন -এইডা কেমুন কথা?
৩।যদি যৌন হয়রানির বিরোধী ভাষণ দেওনই লাগে তবে আগে নিজেগো বদলান।মেধাদীপ্ত, জীবনমুখী অসংখ্য কাহিনী নিয়ে বক্স অফিস সুপারডুপার হিট হইছে। আরেকটা সানফ্লাওয়ার বানান,ক্রামার ভার্সেস ক্র্যামার, হালজমানার টাইটানিকের মত ছবি বানান।দর্শক হুমড়ি খাইয়া ছিনেমা দেখবো। শেক্সপীয়র,হোমার,গেটে, আমাগো রবীন্দ্রনাথের কাহিনী নিয়া বহুত বহুত সুপারহিট ছবি হইছে।
৩।ভালগার ছবিতে নোংরামি উশকাইয়া দিবেন আবার যৌন হয়রানির বিরুদ্ধে মাঠ গরম কইরেন না। সর্প হইয়া দংশন কইরা আর কত ওঝা হইয়া ঝাড়বেন ??
___________________________
মেজর ডা. খোশরোজ সামাদ ।
আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন। ঐতিহ্যবাহী এই ইউনিটটি সেনা, নৌ,বিমান বাহিনী তথা সশস্ত্র বাহিনীতে ব্যবহারকৃত সকল খাদ্যসামগ্রী এবং ড্রাগ তথা ওষুধ পথ্য পরীক্ষা - নিরীক্ষা করে ব্যবহারের উপযুক্ততা/ অনুপযুক্ততা নিরুপন করে।
এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।
।
[email protected]
আপনার মতামত দিন: