Ameen Qudir
Published:2017-12-23 19:07:19 BdST
আবারও শ্রোতাদের মন জয় করলেন শিল্পী বাপ্পা সরকার
https://www.facebook.com/BeaconPharmaltd/videos/1665926893474410/
ডাক্তার প্রতিদিন
_____________________
আবারও মাত করে দিলেন তরুণ কন্ঠশিল্পী বাপ্পা সরকার। খুব কম গান করেন তিনি। পেশার নানা কাজের ফাঁক গলিয়ে সময় বের করে নিবিষ্ট চিত্তে সঙ্গীত সাধনা করেন তিনি।
সেই সাধনার সূত্রেই সৃষ্টি হয় মনোজ্ঞ সঙ্গীত।
এ বছরও গাইলেন নতুন গান,
চলো বিশ্বাস হৃদয়ে রেখে স্বপ্ন ছুঁয়ে দেখি ।
বরাবরের মত এটি
Beacon Pharmaceuticals Ltd theme song music video 2017 ।
এ গান শ্রোতা ও দর্শকদের মধ্যে বেশ আলোড়ন ফেলেছে। ইতোমধ্যেই ইউটিউবসহ ইন্টারনেট মাধ্যমে হাজার হাজার শ্রোতাদর্শক গানটি শুনেছেন ও উপভোগ করেছেন।
সবাই একবাক্যে মুগ্ধ শিল্পীর অপূর্ব ব্যাঞ্জনায়।
দেখুন কিছু বিশ্বাস এর গল্প
এখানে ক্লিক করুন । সরাসরি ভিডিওটি দেখতে পাবেন।
https://www.facebook.com/BeaconPharmaltd/videos/1665926893474410/
আপনার মতামত দিন: