ড. শাহিদা খানম

Published:
2016-11-08 15:54:06 BdST

হিলারী না ট্রাম্প , বাম্পার বাংলাদেশে


                                 

 

ড. শাহিদা খানম

সত্যই অবাক বাংলাদেশ। হিলারী নাকি ট্রাম্প হবেন মার্কিন প্রেসিডেন্ট, তা নিয়ে উৎসাহ উদ্দীপনার শেষ নেই ঢাকায়, বাংলাদেশের আনাচে কানাচে। এমন আগ্রহের ঢল আমেরিকানদের মধ্যেও বিরল। প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে অনলাইন, টিভি সব জায়গায় উত্তেজনার শেষ নেই। বাম্পার ফলনের মত সাতসাগর তেরনদীর ওপারের বিষয় নিয়ে আমরা উত্তেজনার পারদ চড়িয়েছি।
কিন্তু কেন এই ফালতু মাতামাতি। কি আসবে যাবে আমাদের হিলারী বা ট্রাম্প প্রেসিডেন্ট হলে। মার্কিনী অর্থনৈতিক ও মোড়লী স্বার্থ বাদে আমরা ওদের ভাবনা চিন্তায় কোথাও নেই।

 

 

                            
আর আমরা আবেগ দেখাই অকৃত্রিম ও নির্ভেজাল। যার কোন কোন অর্থনৈতিক ফায়দা নেই।
এই হিলারী বা ট্রাম্প মাতামাতি ছেড়ে আমরা সেই বাল্যশিক্ষার পাঠ নিলে ভাল করতাম। আরেকবার কবিতাটা পড়ে নিলে ভাল হত। সকালে উঠিয়া আমি মনে মনে বলি/ সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।
নিজ নিজ পাঠে, কাজে মন দিলে বাংলাদেশ এগুবে। হিলারী বা ট্রাম্প এগিয়ে দেবে না । কোন উপকারেও লাগবে না। উপকার কর্মে। উপকার তৎপরতায়।

আপনার মতামত দিন:


বিনোদন এর জনপ্রিয়