Ameen Qudir

Published:
2016-11-19 16:36:00 BdST

ডাক্তারিই মানবতা, সুষমার কিডনি চিকিৎসায় সেবাধর্মের জয়


 


স্টাফ রাইটার___________________

আবারও জয় হল চিকিৎসা সেবার মহান ধর্মের।
মানুষেরদেু:খে অসুখে কিভাবে সবাই মানবতার জয়গান করেন, তার প্রমাণ মিলল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের চিকিৎসা পর্বে।
হাজারো চিকিৎসকের পাশাপাশি  লাখো মানুষ আজ এই নারীর পাশে।

গুরুতর অসুস্থ সুষমা স্বরাজকে অনেকেই কিডনি দিতে চাইছেন। তাঁদের মধ্যে নানা ধর্মের, বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরাও রয়েছেন।


বহুজন সমাজ পার্টির সমর্থক মুজিব আনসারি সুষমাকে আপন মাতৃসমা বলে উল্লেখ করে তাঁকে নিজের কিডনি দেওয়ার ইচ্ছা জানান।
এই ঘটনায় আবারও জয় হল মানবতার।

আরও অনেক মুসলিম , খ্রীস্টান , জৈন, বুদ্ধিষ্ট ব্যক্তিও সুষমাকে কিডনি দিতে চেয়েছেন। মুজিবের ট্যুইটের জবাবে তাঁকে ধন্যবাদ জানিয়ে বিদেশমন্ত্রী বলেছেন, কিডনির ধর্ম হয় না। অামাদের আসল ধর্ম মানবতা। আপনারা মানবতার জয়কে উর্ধে তুলে ধরলেন।


সুষমা অসুস্থ হওয়ার পর থেকেই সমাজের বিভিন্ন স্তরের অসংখ্য মানুষ তাঁর আরোগ্য কামনা করছেন। দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস -এইএমস-এ চিকিৎসা চলছে সুষমার। তিনি দ্রুত সুস্থ হওয়ার বিষয়ে আশাবাদী। এত মানুষের শুভেচ্ছা এবং ঈশ্বরের আশীর্বাদ তাঁকে সুস্থ করে তুলবে বলে আশা করছেন সকলে ।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়