Ameen Qudir

Published:
2017-03-12 01:25:23 BdST

ডাক্তারদের নিয়ে অপপ্রচারকারীদের মুখ বন্ধে একটি জলজ্যান্ত প্রমাণ


 

 

 

 


আহির ফা হিয়ান বুবকা
_______________________
মাত্র কয়েকদিন আগে নিতান্তই সামাজিক দায় থেকে লিখেছিলাম :কার জন্য কত খরচ: সরকারের তালিকা : শেয়ার করে সবাইকে জানান ।
যারা সত্যকে মুখোমুখি দেখতে ভয় পান না ; তারা সত্যকে মেনে নিয়ে সাধুবাদ জানান। কিন্তু একদল ঈর্ষাকাতর অবিরাম বিরোধিতা করে গেছেন : বলেছেন , ওই তালিকা বানোয়াট। এর কোন ভিত্তি নেই।

সেই লোকজনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাতা থেকে ছবি তুলে দিলাম । এবার কিসের ভিত্তিতে তারা মিথ্যা প্রোপাগান্ডা চালাবে।

দেখুন এই ছবি। যারাই সত্যকে অস্বীকার করবে, তাদের উচিত জবাব দিতে এই ছবি তুলে ধরুন।


এবার সেই লেখাটা এখানে না দিলে বিষয়টি অসম্পূর্ণ থেকে যায়।
পাবলিকের টাকায় পড়ে ডাক্তার : নিছকই বানোয়াট প্রোপাগান্ডা। মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ এ সব পরিচালনা করে রাষ্ট্র ও সরকার। নানাভাবেই এ নিয়ে প্রতিবাদ হচ্ছে। আরও তথ্যপূর্ণ লেখা দরকার। সেসব লেখা সবার মাঝে ছড়িয়ে দেয়া দরকার। অনেকেরই জানা থাকার কথা : বাংলা ভাষায় এখন সবচেয়ে শক্তিশালী মিডিয়া হল অনলাইন। প্রতিদিন পাঠকের সংখ্যা আড়াই কোটির ওপরে। সেখানে প্রিন্ট ও টিভি মিডিয়ার অবস্থা আহামরি নয়।

সকলের প্রতি অনুরোধ থাকবে তথ্য পূর্ণ লেখা ব্যাপক শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন। এই লেখায় সরকারের প্রতিষ্ঠানের জলজ্যান্ত প্রমানপত্র দিয়ে জানা যায়, সরকার কোন শিক্ষার্থীর পেছনে কত খরচ করে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে বছরে সরকারের কত টাকা ব্যয় হয় সম্প্রতি তার হিসাব
প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
১) ঢাকা বিশ্ববিদ্যালয় : ১ লাখ ১
হাজার ২০৮ টাকা
২) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের
২ লাখ ৫১ হাজার ৩১২ টাকা,
.
৩) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
( বুয়েট ) - ৯৬ হাজার ২০৪.৪৩ টাকা
৪) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ৭৭
হাজার টাকা
.
.
৫) খুলনা বিশ্ববিদ্যালয় - ১ লাখ ২৩
হাজার ৮১৬ টাকা।
.
৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয় - ২৫ হাজার
৭৩৪.৬৮ টাকা
.
৭) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৭
হাজার ৬০২.৮০ টাকা
.
.
৮) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭৩
হাজার ১৫৬ টাকা
৯) বাংলাদেশ টেক্সটাইল
বিশ্ববিদ্যালয় - ৬ লাখ ৪৭ হাজার
১৬৪.৪২ টাকা।
১০) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার ১৬২.১৮
টাকা
.
.
১১) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫৮
হাজার ৯২২ টাকা
.
১২) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় ( SUST ) : ৬৪ হাজার ১০০
টাকা
.
১৩) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল
বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৫৫ হাজার
২৮৬.৭১ টাকা
.
১৪) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৬ হাজার
২৮৬ টাকা
.
১৫) মাওলানা ভাসানী বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৩ হাজার
৪৩৪ টাকা
.
১৬) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের ৯৭ হাজার ৮৮৬ টাকা
.
১৭) শেরেবাংলা কৃষি
বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ২১ হাজার ৪৪৫
টাকা
.
১৮) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের ৮৮ হাজার ৯১৮ টাকা
.
১৯) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের ৭৬ হাজার ৭৭৪ টাকা
.
২০) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের ৯১ হাজার ৪৯৭.৮৬
টাকা
.
২১) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের ৮৯ হাজার ৭৩৫.৪৮
টাকা
.
২২) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি
বিশ্ববিদ্যালয় - ২ লাখ ৭৪ হাজার ৬১০
টাকা।
.
২৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩৫
হাজার ৩৬১ টাকা
.
২৪) কাজী নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়ের ৩২ হাজার ৯৮৮.৩৫
টাকা
.
২৫) চট্টগ্রাম ভেটেরিনারি ও
অ্যানিম্যাল সায়েন্সেস
বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ২৯ হাজার
টাকা
.
২৬) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮৯
হাজার ৬৪৯.৫৫ টাকা
.
২৭) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের ৬৩ হাজার ৮ টাকা
.
২৮) বাংলাদেশ ইউনিভার্সিটি অব
প্রফেশনালস এর ৫০ হাজার ৬১৮.১০
টাকা
.
২৯) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের ৬৬ হাজার টাকা
.
৩০) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩২
হাজার ৮১২ টাকা
.
৩১) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের গড় ব্যয় ৪৯ হাজার
৪১৮.৬০ টাকা।
.
৩২)বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের
গড় ব্যয় অবশ্য অনেক কম, মাত্র ৭২৯.১০
টাকা...

___________________________

 

আহির ফা হিয়ান বুবকা। নির্বাহী সম্পাদক, ডাক্তার প্রতিদিন।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়