Ameen Qudir

Published:
2017-03-06 00:39:20 BdST

চিকিৎসক আন্দোলনের ডাক দিয়েছে খুলনা


 

ডা. বাহারুল আলম
________________________


সকল চিকিৎসক একযোগে, একসাথে আমাদের সন্তানদের পাশে দাঁড়াই—আমলামুক্ত “কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়” প্রতিষ্ঠা করি ।

ইন্টার্ন চিকিৎসকদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের সকল কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়েছে বিএমএ খুলনা শাখা।

আজ রোববার খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের সাথে বিএমএ খুলনা শাখা-র এক যৌথ সভায় এ সমর্থন জানানো হয়। আগামী ০৮ মার্চ এর মধ্যে শজিমেক-এর ৪জন ইন্টার্নের প্রশিক্ষণ স্থগিতাদেশ প্রত্যাহার না হলে খুলনা বিএমএ ইন্টার্নদের সাথে নিয়ে ৯ মার্চ দুপুর ২টায় সাধারণ সভায় কর্মসূচী ঘোষণা করবে।

সভায় সকল নবীন-প্রবীণ চিকিৎসকরা মনে করে, অবিলম্বে এই প্রশিক্ষণ স্থগিত আদেশ প্রত্যাহার করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা ও শুভ বুদ্ধির উদয় হবে।

বক্তারা আরও ঘোষণা করে খসড়া ‘স্বাস্থ্য সেবা আইন ২০১৬’ কে আইনে রূপান্তর করার কোন উদ্যোগ নিলে চিকিৎসকরা তা প্রতিহত করবে এবং উদ্ভূত যে কোন পরিস্থিতির জন্য মাননীয় মন্ত্রী ও তার মন্ত্রণালয় দায়ী থাকবে। বিএমএ-র সকল শাখাকে ইন্টার্ন চিকিৎসকদের এ আন্দোলনে সমর্থন ও পাশে থাকার আহ্বান জানানো হয়।
________
ডাঃ বাহারুল আলম
সভাপতি
খুলনা বিএমএ

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়