Ameen Qudir

Published:
2017-03-05 04:00:10 BdST

সারাদেশে ১০ হাজার ইন্টার্ন চিকিৎসক অবিরাম কর্মবিরতিতে




আহির ফা হিয়ান বুবকা
____________________________


নারী ডাক্তারকে কটুক্তিকারী ঈভটিজারের বিরুদ্ধে কোন একশন না নিয়ে বরং প্রতিবাদকারী

চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার প্রতিবাদে এবং কর্মস্থলে সব চিকিৎসকের নিরাপত্তার দাবিতে সারাদেশে ১০ হাজার ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি শুরু করেছেন।
নৌমন্ত্রীর সাংসদিক ভাষায় অনেকে এই প্রতিবাদকে অন্যায়ের বিরুদ্ধে অকাল অবসর বলে আখ্যা দিয়েছেন।

এ নিয়ে সারা দেশে তোলপাড়। স্বাস্থ্য চেইনে দেখা দিয়েছে মারাত্মক অচলাবস্থা।

ভুক্তভোগীরা অবিলম্বে প্রতিবাদী ও ডাক্তারসহকর্মীর সম্মানরক্ষাকারী ইনটার্নদের শাস্তি মওকুফ দাবি করেছেন। দিয়েছেন ৭ দফা।


শনিবার বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশেরঅন্যসব সরকারি ও বেসরকারি মেডিকেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন।


বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ১ নম্বর ফটকে ইন্টার্ন চিকিৎসেকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেন।

ইন্টার্নদের ৭ দফা __________________

সেখানে তাঁদের মুখপাত্র ইন্টার্ন চিকিৎসক কুতুবউদ্দিন (ব্যবস্থা নেওয়া চারজনের একজন) বলেন, ইন্টার্ন চিকিৎসকদের ওপর স্থগিতাদেশ এবং বদলির নির্দেশ প্রত্যাহারসহ পূর্বঘোষিত সাত দফা দাবি দ্রুত মেনে নিতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলছে, চলবে।

 

 

 

তাদের সাত দফা দাবিগুলো হলো- চারজনের শাস্তি প্রত্যাহার, ওই ঘটনায় রোগীর চিকিৎসকদের সঙ্গে ‘খারাপ ব্যবহারকারী’ রোগীর স্বজনদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, হাসপাতালের নিরাপত্তা জোরদার, অতিরিক্ত আনসার নিয়োগ, মেডিকেল ফাঁড়িতে সাব ইন্সপেক্টর নিয়োগ, কোনো ঘটনা ঘটলে হাসপাতাল প্রশাসনের উদ্যোগে মামলা দায়ের করা এবং মামলা না করলে প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তির পদত্যাগ।

কর্মবিরতিতে দিনাজপুরের ইন্টার্নরা_________

সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকরা ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরুর ঘোষণা দেন।

 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন থেকে ইন্টার্ন চিকিৎসক পরিষদ দিনাজপুর শাখার সভাপতি আশফিকার রহমান শামস ঘোষণা দেন, ৭২ ঘণ্টার মধ্যে শিক্ষানবিশ চিকিৎকদের বিরুদ্ধে নেওয়া শাস্তি প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

 

খুলনায় কর্মবিরতি

খুলনার ইন্টার্ন চিকিৎসকরা দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, প্রশাসন রোগী ও চিকিৎসককে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এভাবে চিকিৎসা ব্যবস্থা চালিয়ে নেওয়া কঠিন।


নর্থ বেঙ্গল মেডিকেলে ৭২ ঘণ্টার কর্মবিরতি

সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে দুপুরে মান্ববন্ধনের পর কর্মবিরতি শুরু হয়।

সিরাজগঞ্জে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে মানববন্ধন

সিরাজগঞ্জে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে মানববন্ধন
এ কলেজের ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আশরাফুল ইসলাম শুভ্রর সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন ইন্টার্ন চিকিৎসিক সুলতানা ইয়াসমিন, মামুনর রশিদ, কৃষ্ণ চন্দ্র দাস, মাহমুদা হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে জন্য সরকার একপেশে সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রতিবাদে তারা মাঠে নেমেছেন।

তারা বগুড়ার চার ইন্টার্ন চিকিৎসকের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ নিরাপদ কর্মস্থলের দাবিতে আগামী ৭২ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন। পরবর্তীতে কেন্দ্রের ঘোষিত কর্মসূচি সফল করতে মাঠে থাকবেন বলে তারা জানিয়েছেন।

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি_________


রাজশাহী মেডিকেলে কর্মবিরতি শুরু ৮টায়

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকাল ৮টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করে কর্মবিরতির ঘোষণা দেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের মুখপাত্র আবু রায়হান সাংবাদিকদের বলেন, বগুড়ার চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি মওকুফ করে কর্মস্থলে বহালের দাবিতে ‘সারা দেশে’ ইন্টার্নদের যে কর্মবিরতির কমসূচি ঘোষণা করা হয়েছে তাতে একাত্মতা প্রকাশ করা হয়েছে।

রংপুর মেডিকেলে অবস্থান থেকে কর্মবিরতি________

শনিবার সকাল ৮টা থেকে রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিসহ হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

রংপুর ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ফারহান রহমান বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারসহ তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

_________________________


আহির ফা হিয়ান বুবকা। নির্বাহী সম্পাদক , ডাক্তার প্রতিদিন।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়