Ameen Qudir

Published:
2017-03-04 18:40:24 BdST

দিল্লির রাস্তায় ডাক্তারের গাড়ি পায় ভিঅাইপির অগ্রাধিকার



আহির ফা হিয়ান বুবকা
___________________________


উন্নত চিকিৎসা পেতে হলে ডাক্তারদের দিতে হবে অগ্রাধিকার। দিতে হবে সম্মান।

বাংলাদেশে মানুষের প্রাণ রক্ষার কারিগর ডাক্তাররা নিয়মিত নানা হেনস্থার শিকার হন। মার খান। যৌন হয়রানীর শিকার হন।

তাদের কোনরকম সুযোগ সুবিধা নেই জেলা উপজেলা স্তরে। গাড়ি নেই। যানবাহন নেই। অথচ তাদের হাতেই রোগীদের জীবন মরণ।
উপমহাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ শহর গ্রিন সিটি দিল্লীতে ডাক্তাররা পান মর্যাদা ও সম্মান।

ঢাকার রাস্তায় যেমন আমরা দেখি ,ভি ভিআইপি গাড়ি ও বিচারপতিদের গাড়ির জন্য দ্রুত চলাচলের ব্যবস্থা।
দিল্লিতে সেই অগ্রাধিকার পান ডাক্তাররা। কেননা, জান বাঁচানোর কাজে ডাক্তারদের সর্বাগ্রে হাসপাতালে পৌছানো দরকার। সেজন্য ট্রাফিক কর্তারা ডাক্তারদের চলাচলে বিশেষ নজরদারি করেন, যাতে তাদের চলাচলে কোন বিঘ্ন না ঘটে।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সে স --এইমস নামে সমধিক পরিচিত উপমহাদেশ সেরা চিকিৎসালয়ের ডাক্তাররা চলাচলে পান বিশেষ সুবিধা।

বর্তমানে আরও দশের বেশী শহরে নতুন প্রাদেশিক এইমস গড়ে তোলা হয়েছে।

স্বাস্থ্য ব্যবস্থায় বাংলাদেশে যখন চলছে ডাক্তার সাইজিংএর নানা আয়োজন; তখন দিল্লী সহ গৌহাটি, কলকাতা এবং দক্ষিণ ভারত , উত্তর ভারত, পাঞ্জাব হরিয়ানার নানা শহরে ডাক্তারদের অধিকতর মর্যাদা নিশ্চিত করে স্বাস্থ্য সুরক্ষাবলয় সুনিশ্চিত করছে দিল্লীর স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা।
ব্যাক্তিগত ভ্রমণে এসব জেনে সত্যিই অভিভূত হয়েছি।
____________________________

 

আহির ফা হিয়ান বুবকা।
নির্বাহী সম্পাদক, ডাক্তার প্রতিদিন।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়