Ameen Qudir

Published:
2017-02-04 21:39:48 BdST

ডাক্তারদের মানবন্ধনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী: নইলে বৃহত্তর আন্দোলন


 

 

 

ডা. অঞ্জলি সাহা , শাহবাগ মানববন্ধন থেকে।
_________________________

শাহবাগে শনিবারে গর্জে উঠেছিল দেশ সর্বস্তরের লাখো ডাক্তার।
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ডাক্তারসমাজকে অপমান ও অসম্মানের প্রতিবাদে সারাদেশের চিকিৎসকদের মনোবেদনার বহি:প্রকাশ ঘটে শাহবাগ মানববন্ধনে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে পেশাজীবী নেতারা দায়ী ব্যাক্তিদের শাস্তি দাবি করেন।
তারা বলেন, এই ঘটনাকে বিচ্ছিন্ন কোন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এসব ঘটনার পেছনে সুগভীর ষড়যন্ত্র কাজ করছে। দেশের স্বাস্থ্যসেবা সেক্টরকে চিরতরে ধ্বংস করার যে চক্রান্ত চলছে; এই ঘটনা তারই অংশ।
বক্তারা বলেন, এটা কতিপয় ডাক্তারের প্রতি আঘাত নয়। বাংলাদেশের সম্ভ্রম ও ইজ্জতের বিরুদ্ধে আঘাত। চিকিৎসক সমাজ কোন অবস্থাতেই দেশের স্বাস্থসেবা ধ্বংসের কোন ষড়যন্ত্র মেনে নেবে না। ষড়যন্ত্রীদের সফল হতে দেবে না। স্বাস্থ্যখাতকে নিয়ে চক্রান্তকারীদের মুখোশ অচিরেই উম্মোচন করা হবে।

শাহবাগে এই মানবন্ধন মধ্য দুপুরে বিশাল আকার ধারণ করে।
অংশগ্রহনকারী চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভ ও বেদনা লক্ষ্য করা যায়।
তারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যাপক অান্দোলন গড়ে তোলার দাবি জানান।

_____________________________

 

 


ডা. অঞ্জলি সাহা । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়