Ameen Qudir

Published:
2017-02-04 01:07:16 BdST

পরিমল সাহেব ধর্ষক স্কুল শিক্ষক :রুবেলের লেখাটি অনলাইনে ভাইরাল



খুলনা মেডিকেল কলেজের ৫ম বর্ষের মেধাবী ছাত্র
এম এম আর রুবেল ফোন করেছিলেন ডাক্তার প্রতিদিন দপ্তরে। জানিয়েছেন , এই লেখাটির মূল ভাষ্য তাঁর লেখা। তার ভাষ্য 'গতকাল রাতে লেখাটা আমি পাঠাই। কিন্তু আমার নাম কেটে দিয়ে কিছু খারাপ প্রজাতির মানুষ তার নামে চালিয়ে দেয়। কিছু কিছু খারাপ লোক সব জায়গা আছে । ' । রুবেল জানান,
১৮ ঘন্টা আগে তিনি লেখাটি রচনা করে পোস্ট করেন।
আমরা অনলাইন কারিগরি বিশ্লেষণ করে তার দাবীর সত্যতা পাচ্ছি। সে মতে তার নামে লেখাটি পূন:প্রকাশ করা হল।
ইতোমধ্যেই অন্য লেখকের নামে এবং ভিন্ন রদবদল করা ভার্সনে লেখাটি কয়েক লাখ পাঠক পড়েছেন।

লেখাস্বত্ত্ব লেখকদের মৌলিক অধিকার। সে অধিকারকে সুরক্ষিত করা অনলাইনে বেশ কঠিন হলেও আমরা রুবেলকে সম্মান জানাই। তার অনন্য রচনা শৈলীর জন্য টি ম ডাক্তার প্রতিদিনের পক্ষে থেকে আন্তরিক সাধুবাদ জানাই।
আসুন, মূল ভাষ্যটি পড়া যাক ।
শুভেচ্ছান্তে
ডা. সুলতানা আলগিন , সম্পাদক ডাক্তার প্রতিদিন ।
ও সহযোগী অধ্যাপক , মনোরোগ বিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
_____________________

এম এম আর রুবেল
_________________________

 

এম এম আর রুবেল--------------

 

 

পরিমল সাহেব একজন স্কুল শিক্ষক। তিনি ক্লাসে ঠিক মতো পড়ান না। ছাত্রছাত্রীদের তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করেন, না হয় ফেল করানোর ভয় দেখান।তিনি রিতিমতো এখন কোচিং ব্যবসায়ী। কোচিং এর আড়ালে তিনি ছাত্রীদের ব্লাকমেইল করে তাদের সাথে অনৈতিক ও অসামাজিক কজে লিপ্ত। রহিম সাহেব একজন সমাজ সেবক লোক। এলাকার উন্নয়নমুলক কাজকর্মে জড়িত। পরিমল সাহেবের অপকর্মের কথা জানতে পেরে মামলা করেন এবং তাকে পুলিশে ধরিয়ে দেন।
প্রশ্নঃ
(১). নৈতিক অবক্ষয় কাকে বলে? ১
(২). সৎচরিত্র ও দুঃচরিত্র বলতে কি বুঝ? ২
(৩). এমতাবস্থায় তোমার এবং তোমার সহপাঠীদের কি করণীয়? ৩
(৪). দুঃচরিত্রবান শিক্ষকদের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের কি ব্যবস্থা নেয়া উচিৎ। সমাজ, দেশ ও জাতির কি করণীয়? ৪

মেডিকেল স্টুডেন্ট এর জন্য :
(a) What is most probable diagnosis? 0.5
(b)Mention two differential diagnosis. 0.5
(c) Evaluate the disease? 2
(d)What is your treatment plan? 1.5

______________________________

 

 

এম এম আর রুবেল । 5th year at Khulna Medical College
3rd professional mbbs examination at KHULNA MEDICAL COLLEGE & HOSPITAL,KHULNA
Studied HSC at Dhaka Residential Model College

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়