Ameen Qudir

Published:
2017-02-03 14:41:37 BdST

পান্না ও পরিমল সাহেব ধর্ষক শিক্ষক : ফেল করানো ও কম নম্বরের ভয় দেখান


 

 

 

ডা. মোহাম্মাদ টিপু সুলতান
______________________________

"পরিমল সাহেব একজন স্কুল শিক্ষক। তিনি ক্লাসে ঠিক মতো পড়ান না। ছাত্রছাত্রীদের তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করেন, না হয় ফেল করানো ও প্রাকটিক্যালে কম মার্ক দেয়ার ভয় দেখান।তিনি রীতিমতো এখন কোচিং ব্যবসায়ী। কোচিং এর আড়ালে তিনি ছাত্রীদের ব্লাকমেইল করে তাদের সাথে অনৈতিক ও অসামাজিক কজে লিপ্ত। রহিম সাহেব একজন সমাজ সেবক লোক। এলাকার উন্নয়নমুলক কাজকর্মে জড়িত। পরিমল সাহেবের অপকর্মের কথা জানতে পেরে মামলা করেন এবং তাকে পুলিশে ধরিয়ে দেন।
প্রশ্নঃ
(১). নৈতিক অবক্ষয় কাকে বলে? ১
(২). সৎচরিত্র ও দুঃচরিত্র বলতে কি বুঝ? ২
(৩). এমতাবস্থায় তোমার এবং তোমার সহপাঠীদের কি করণীয়? ৩
(৪). দুঃচরিত্রবান শিক্ষকদের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়া উচিৎ। সমাজ, দেশ ও জাতির কি করণীয়? ৪" ( কার্টেসী : sagar barua)

আজকের প্রশ্ন যদি এমন হত,তাহলে সম্মানিত শিক্ষকেরা কি করতেন? সামান্য কয়েকজন পরিমল বা পান্না বা কোচিং ব্যবসায়ীর জন্য নিশ্চয়ই পুরো শিক্ষকসমাজকে আমরা দোষারোপ করতে পারিনা।

সারাজীবন শিক্ষকদের সম্মান করে আসছি,যতদিন বেঁচে আছি,হয়তো করেও যাব। কিন্তু আজকে যেই শিক্ষক এই প্রশ্নকর্তা তাকে ঘৃণা ছাড়া আর কিছুই দেয়ার নাই।


________________________________
লেখক লোকসেবী চিকিৎসক।
Arogya Sadan Private Hospital
Former Duty Doctor , Shamrita General Hospital
Former Intern Doctor , Faridpur Medical College Hospital
Former যুগ্ম সাধারণ সম্পাদক , বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর মেডিকেল কলেজ শাখা

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়