Ameen Qudir

Published:
2016-11-12 18:42:44 BdST

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনদেশের মানুষের সেবাই আমাদের ধর্ম


 

 

 

দেশের মানুষের সেবাই আমাদের ধর্ম
-ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

স্টাফ রিপোর্টার


আসন্ন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন- বিএমএর সভাপতি প্রার্থৗ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, দেশের মানুষের সেবাই শেষ কথা। আমি একজন ডাক্তার হিসেবে মানবসেবার ব্রতকে সর্বোচ্চ গুরুত্ব দেই।

ডাক্তার প্রতিদিন.কমকে এক টেলি সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ডাক্তারদের লেখার এই একমাত্র পেশাদার অনলাইনকে তিনি স্বাগত জানান। তিনি বলেন- সভাপতি হিসাবে নির্বাচিত হলে চিকিৎসকদের যে গৌরবোজ্জ্বল ইতিহাসকে আরও সমৃদ্ধির পথে নিয়ে যাব। কাজ করবো সকল চিকিৎসকের জন্য, যেন তারা দেশবাসীর কাজে লাগতে পারেন। চিকিৎসা সেবাকে সর্বোচ্চ মানসম্পন্ন জায়গায় নিয়েে যাব আমরা । চিকিৎসকদের অনেক সমস্যা। সেই সমস্যা পূরণে যথাসাধ্য চেষ্টা করবো। পাশাপাশি সাধারণ মানুষের কথা ভেবে, বিভিন্ন ধরণের উদ্যোগ নেয়া হবে। কীভাবে কমিউনিটি ক্লিনিককে আরও জনগণের কাছাকাছি নেয়া যায়, সেই প্রচেষ্টা থাকবে।
২২ ডিসেম্বর নির্বাচনের ভোট হবে। ২১ নভেম্বর হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়