Ameen Qudir

Published:
2018-12-05 07:02:37 BdST

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস নির্বাচনে ডা.ওয়াজিউল-সুমন প্যানেল জয়ী


 

ডেস্ক
___________________________

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস- বিএপি -র বেশিরভাগ পদে বিনা প্রতিদ্বন্ধিতায়
বিজয়ী হয়েছে  ডা.ওয়াজিউল-সুমন প্যানেল। সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন ডা. তারিক সুমন।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন, যুগ্ম সম্পাদক ডা. রমেন্দ্র কুমার সিনহা, ডা. জিল্লুর রহমান খান রতন। কোষাধ্যক্ষ ডা. অভ্র দাশ ভৌমিক, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. মেখলা সরকার, সমাজকল্যান সম্পাদক ডা. সুস্মিতা রায়, আন্তর্জাতিক সম্পাদক ডা. সিফাত ই সাইদ, অফিস সম্পাদক ডা. একেএম খালেকুজ্জামান।
সদস্য নির্বাচিত হয়েছেন, অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানী, অধ্যাপক ডা. এমএস আই মল্লিক, অধ্যাপক ডা. গোপাল শঙ্কর দাস, অধ্যাপক ডা.ফারুক আলম, অধ্যাপক ডা.খসরু পারভেজ,
অধ্যাপক ডা.আবদুল্লা আল মামুন হোসেন, অধ্যাপক ডা.সালাউদ্দিন কাউসার বিপ্লব, অধ্যাপক ডা.তন্ময় প্রকাশ বিশ্বাস, সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আলগিন, ডা. দীপেন্দ্র নারায়ন দাস, সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডা. নুরুননাহার চৌধুরী।

 

তবে ভাইস প্রেসিডেন্ট পদে ও অর্গানাইজিং সেক্রেটারি পদে আগামী ১১ ডিসেম্বর নির্বাচন হবে। ভাইস প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন করছেন বাংলাদেশের অগ্রনী মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার, লেখক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং অধ্যাপক ডা.  ব্রিগেডিয়ার মো. আজিজুল ইসলাম। এই তিনজন বিজয়ী ওয়াজিউল-সুমন প্যানেল থেকে নির্বাচন করছেন।
অন্যদিকে একই পদে নির্বাচন করছেন ডা. মো. দেলোয়ার হোসেন।
অর্গানাইজিং সেক্রেটারি পদে ওয়াজিউল-সুমন প্যানেল থেকে নির্বাচন করছেন ডা. নিয়াজ মো. খান । তার প্রতিদ্বন্ধী হলেন ডা. মো.রাশিদুল হক।

অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার এক আহবানে তার প্যানেল সদস্যদের জন্য ভোট প্রার্থনা্ করেছেন সকল ভোটারের কাছে। বলেছেন,

Honorable BAP Member, Wishing your kind support in the upcoming BAP election on the 11th of December 2018 as Vice President. 1.Prof. Jhunu Shamsun Nahar 2.Prof. Mohit Kamal 3.Brig Gen Prof Md Azizul Islam

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়