Ameen Qudir

Published:
2018-11-15 16:31:50 BdST

একটি রাজনৈতিক অপশক্তি আসন্ন নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত : বিএমএ


 

সংবাদ বিজ্ঞপ্তি
_____________________

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী এক বিবৃতিতে বলেছেন , “দেশের মানুষ যখন উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে ঠিক সেই মুহুর্তে আজ নয়াপল্টন বিএনপি অফিসের সামনে একটি রাজনৈতিক অপশক্তি আসন্ন নির্বাচন বানচালের লক্ষ্যে সম্পূর্ণ পরিকল্পিতভাবে পুলিশ ও সাধারণ জনগণের উপর আক্রমন, পুলিশের কয়েকটি গাড়ীতে ভাংচুর চালায় ও অগ্নিসংযোগ করে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর এহেন অরাজকতা ও সন্ত্রাসী কর্মকান্ড নির্বাচনী আচরন বিধির সুস্পষ্ট লংঘন । নির্বাচনী কার্যক্রম চলমান অবস্থায় এধরনের সহিংস ঘটনায় অন্যান্য সাধারণ নাগরিকের মত দেশের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন হিসেবে বিএমএ এর তীব্র নিন্দা জানাচ্ছে। উদ্ভুত পরিস্থিতিতে নির্বাচন কমিশন যথাযথ কঠোর আইনী পদক্ষেপ গ্রহন করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন শৃংখলা ¯স্বাভাবিক রেখে দেশের জনগণকে উৎসব মুখর পরিবেশে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে সহায়তা করবে বলে বিএমএ প্রত্যাশা করে।”

 

বার্তা প্রেরক :


___________________

ডা. মোহাঃ শেখ শহীদ উল্লাহ
দপ্তর সম্পাদক
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়