Ameen Qudir

Published:
2016-12-14 00:54:33 BdST

হাসপাতালে বাঁচার কত অাকুতি: দেখলে দু:খবিলাস উড়ে যাবে


ডা. মোশাররাত জাহান কণা

_____________________________


আমি খুব বিরক্ত হই কেউ যখন আমার কাছে কোন
ওষুধের লিথাল ডোজ জানতে চায় । একটু বেচে
থাকার জন্য কত আকুতি , প্রিয়জনকে একটু
বাচিয়ে রাখার জন্য কত আপ্রাণ চেষ্টা ! রোগীর প্রানরক্ষায় কত চেষ্টা ডাক্তারদের;
একবার হাসপাতালে এসে দেখে যাও !
দুঃখ বিলাস উড়ে যাবে ।
*********
মনে পড়ে গেলো , ccu তে ভর্তি সেই
রোগীটার কথা ,বয়স কত ই বা হবে , বড় জোর
৩০/৩৫ । চিৎকার করে বারবার বলছিলো - আপা ! আমি বাঁচতে চাই! আমাকে বাচান !
নাহ! আমরা তাকে বাচাতে পারিনি ।
সেদিন সকালে ভর্তি হওয়া মেয়েটা ,মাকে
ভয় দেখাতে যে বিষ খেয়েছিলো ।
বিকালে এসে দেখি সে আর নেই !
তার মাকে কিন্তু বুকে পাথর চাপা দিয়ে ঠিক
ই বেচে থাকতে হবে ! নিজের জন্য না হোক ,
তার অন্য দুই সন্তানের দিকে তাকিয়ে ।


দোতলার বারান্দার কোনার বিছানায় পড়ে
থাকা OPC poisoning এর মেয়েটা , স্বামীর উপর রাগ করে যে কিনা বিষ খেয়েছিল । সন্ধ্যা
বেলা আমার হাতের উপরেই মারা গেল !
স্বামীটা হয়ত এত দিনে নতুন সংসার শুরু করেছে। আর সেই অভিমানী আবেগী মেয়েটার হাড় মাংস ও মিশে গেছে মাটির সাথে ..... !
নিচতলার মেইল ওয়ার্ডের ২৫ বছর বয়সের
ছেলেটা , প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায়
যে গলায় ফাস দিয়েছিল । পরদিন সকালে
দেখি সে আর নেই । নতুন সংসারে তার প্রেমিকার কি অবসর মেলে পুরানো প্রেমিকের কথা ভাবার ! আমার জানা নেই !


**************
কিসের এত কষ্ট তোমার ?
গার্ল ফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছে ? যে
তোমার মূল্য বোঝেনি , তাকে যেতে দাও ।
কি দরকার নিজেকে করুণার পাত্র করার ?
বয়ফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করেছে ? যে
তোমাকে ছাড়া ভাল থাকতে পারে ,তুমি ও
শিখে নাও কিভাবে তাকে ছাড়া ভাল
থাকা যায় ।
বাবা মার সাথে মত মেলে না ? ঝগড়া হয় ?
যে জন্ম দিয়েছে শাসন করার অধিকার আর কার
আছে,তার ছাড়া ? মা কে একদিন দেখিয়ে
দিও তুমি তার কতখানি যোগ্য সন্তান ।
প্রফে সাপ্লি ? ইয়ার লস ? Why so serious ????
জীবনের প্রয়োজনেই পড়াশুনা । পড়াশুনার জন্য
জীবন না । জীবন না থাকলে সার্টিফিকেট
দিয়ে কি হবে ?
**********

আমি বলবোনা তুমি বাবা মা কিংবা কাছের
মানুষ গুলোর কথা ভেবে বাচো । আমি বলব ,
তুমি তোমার নিজের জন্য বাঁচো । তুমি না
থাকলে ও সবার জীবন চলবে । কেবল তুমি ই
তোমার সব টুকু নিয়ে চলে যাবে । মরতে তো
হবেই । জীবনের কোন অলি গলি তে কোন দুঃখ
অপেক্ষা করছে , তা আমরা কেউ জানিনা ।
যে কয় দিন পারো আনন্দে কাটাও ।
********
নিজেকে সময় দাও , নিজেকে ভালবাসো ।
তোমাকে আনন্দে রাখার , তোমাকে সুখী
করার দায়িত্ব কারো ওপর চাপাতে যেওনা ।
নিজেকে ভালো রাখার দায়িত্ব সম্পূর্ন
তোমার নিজের । অন্য কারো না ॥

________________________________

লেখক ডা. মোশাররাত জাহান কণা । সুলেখক।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়