Ameen Qudir

Published:
2018-09-05 17:21:51 BdST

সরকারি ডাক্তারদের কেন চাকরি ছাড়া উচিৎ




অধ্যাপক ডা.অনির্বাণ বিশ্বাস
........................................................................


আপনি কেন চাকরি ছাড়বেন ,আর করা উচিৎ নয় সেটা নিয়ে 'Forbes' ম্যাগাজিনে 22nd March ,'15 তে ছয়টি কারন দেখিয়েছিল।( একটি জেনারালাইজড মত..কখন মানুষ বুঝবে তার আর চাকরি করা উচিৎ নয়) পশ্চিমবঙ্গের সরকারি ডাক্তারদের ক্ষেত্রে কারন গুলো দারুন ভাবে প্রযোজ্য।

এই ছয়টি কারন ভাল করে পড়ুন

1.আপনার চাকরিতে সামনে এগোনর কোন উপায় নেই।Non PG ডাক্তারবাবুরা, যারা PG করতে চান,তাদের ঐ সামান্য impetus,সেটাও অনেক নোংরামী আর অপমানে ভর্তি। মাইনে অনেক কম।

2.আপনার কর্মক্ষেত্রে কারও কাছে কিছু শেখার নেই। কাওকে যে মেন্টর করবেন,এমন মানুষও নেই।আপনি দেখছেন,আপনিই একমাত্র লোক,যিনি কিছু কাজ জানেন।

3.আপনার সহকর্মীরা আপনার কথা শোনেন না।সবার যেমন চলছে চলুক,এমন একটা ভাব।নতুন কিছুই তারা শুনতে চাননা।

4.আপনি আপনার কাজে মন বসাতে পারেন না।হৃদয়তো নয়ই।নোংরা পরিবেশের জন্য।

5.আপনি আপনার উপরওয়ালার দেখা পাননা,পেলেও আপনার কাজের অসুবিধে গুলো বোঝাতে পারেন না।আপনি বেশ বুঝতে পারেন,উপরওয়ালা ইচ্ছে করে বুঝতে চাইছে না,কোন ভেস্টেড ইনটারেস্ট এ. ঝামেলায় তিনিই আপনাকে স্কেপগোট করছেন।

6.আপনি আপনার কাজকে উপভোগ করেন না।কাজে বসলেই অবসাদ ঘিরে ধরে।

........
ডাক্তারবন্ধুরা,পেটে বিদ্যে আছে আপনাদের করে খাওয়ার..কেন মার খাবেন ? কেন গাল খাবেন ? কেন Inferior quality লোকের অনুকম্পা নেবেন ?কেন শ্লীলতাহানীর স্বীকার হবেন ? কেন সর্বোপরি গু খাবেন ?

_____________________________________


অধ্যাপক ডা.অনির্বাণ বিশ্বাস । পশ্চিমবঙ্গের প্রখ্যাত চিকিৎসক। লেখক। কবি। শুভচিন্তক।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়