Ameen Qudir

Published:
2018-07-24 01:09:07 BdST

কলকাতায় হোস্টেল আন্দোলনে অনশন করা মেডিকেল ছাত্রদের অবিস্মরণীয় বিজয়


 

 

ডেস্ক রিপোর্ট
কলকাতা: অবশেষে অবিস্মরণীয়ভাবে জিতে গেল অনশনরত মেডিকেল শিক্ষার্থীরা। ইতিহাস জানে, এই তরুণদের জয় ছিল অবশ্যম্ভাবী।

টানা চোদ্দদিন ধরে অনির্দিষ্টকালীন অনশন চলার পর হোস্টেল এবং অন্যান্য বিষয় নিয়ে ছাত্রদের রাখা সমস্ত দাবি মেনে নিল কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। প্রথম বর্ষের পড়ুয়াদের সঙ্গেই ২০১৫-১৬, ১৬-১৭, ১৭-১৮ মরশুমের পড়ুয়াদেরও নতুন দশ তলার হোস্টেলটিতে রাখার সিদ্ধান্ত নিল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

ফলের রস খাইয়ে ছাত্রদের অনশন ভাঙালেন অধ্যক্ষ।

 

 

শতাব্দীর পর শতাব্দী ধরে বহু ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী থেকেছে এই বাংলা। সেই আন্দোলনগুলির সবকটির সঙ্গে ধারে ও ভারে একাসনে বসতে পারবে কি না মেডিকেল কলেজের ছ’জন ছাত্রের এই দাঁতে দাঁত চেপে থাকা লড়াই, তার উত্তর জানতে টানা ১৪ দিন অপেক্ষা ছিল রুদ্ধশ্বাস। এর সঙ্গে জড়িয়ে গিয়েছিল জীবন মৃত্যুর পাঞ্জা।। ইতিহাস জিতিয়ে দিল অদম্য মেডিকেল ছাত্রদের।

মেডিকেলের পড়ুয়াদের দাবি মেনে নেওয়ার খবরের আনন্দে সামিল হয়েছে সোশ্যাল মিডিয়াও। প্রখ্যাত লেখিকা ও চিকিৎসক দোলনচাঁপা দাশগুপ্ত বললেন, "ছাত্রদের এই লড়াই দেখিয়ে দিল, এখনও সব শেষ হয়ে যায়নি। এখনও আশা রাখা যায়"।


গোটা কলকাতা শহর জুড়ে জোরালো বর্ষণ গতকাল থেকেই। ছাত্রদের এই জয়ের খবর শোনার পর, কেউ কেউ বলে উঠলেন, এই বর্ষা আসলে ভরসারও!

ডাক্তার প্রতিদিন অনলাইন এই আন্দোলনের খবর নিয়ে নিয়মিত আপডেট দিয়েছে।

 

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়