Ameen Qudir

Published:
2016-11-08 17:02:28 BdST

বিএমএ' নির্বাচন ২২ ডিসেম্বর


 

স্টাফ রিপোর্টার
৬ নভেম্বর শেষ হল বিএমএ'র মনোনয়ন জমা দান। চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর নির্বাচন হবে আগামী ২২ ডিসেম্বর।
এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ড্যাব। তবে হেলথ ফর এনভায়রনমেন্ট নামের সংগঠন অধ্যাপক ডাঃ রশিদ ই মাহবুব এর নেতৃত্বে মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন নিয়ে চিকিৎকদের মাঝে উৎসবমুখরতা শুরুর অপেক্ষায়। সবার আগ্রহ নতুন নেতৃত্বে কে আসেন। স্বাচিপ ও হেলথ ফর এনভায়রনমেন্টের মধ্যে জোরদার লড়াইয়ের আভাস স্পষ্ট।

 



এদিকে স্বাচিপ এর নেতাকর্মীরা বিপুল উৎসাহ উদ্দীপনায় জমা দেন মনোনয়নপত্র। সংগঠন থেকে সভাপতি প্রার্থী আগেই নির্ধারিত হওয়ায় সবার চোখ ছিল মহাসচিব প্রার্থীদের দিকে। ২০ জনেরও বেশি এ পদে তাদের মনোনয়নপত্র জমা দেন। কর্মীদের মধ্যে অনেকেই স্বাচিপ এর যুগ্মমহাসচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডাঃ জুলফিকার লেনিন কে মহাসচিব পদে চান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রতি সমর্থন বেশি পাওয়া যায়। আগামী ১৮ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়