Ameen Qudir

Published:
2017-05-23 21:51:35 BdST

প্রাইভেট প্র্যাকটিস করলে কসাই, বন্ধ রাখলে রোগীদের জিন্মি , এ কেমন কথা সাংবাদিক ভাই


 

 


ডাক্তার প্রতিদিন
_______________________

 

সারাদেশের ডাক্তাররা ফুঁসে উঠেছেন ডাক্তারদের উপর হামলা, নির্যাতন, অপসাংবাদিকতার বিরুদ্ধে। তার আত্মমূল্যায়নও করছেন। একদিকে নির্যাতন ও অপব্যাখ্যা , অপসাংবাদিকতার প্রতিবাদ ও অন্যদিকে রোগীদের সেবার প্রশ্নে অনঢ় ভূমিকা তারা অব্যাহত রেখে চলেছেন ।

অপসাংবাদিকতার বিরুদ্ধে জোর প্রশ্ন তুলেছেন বিএমএ নেতা ডা. ফয়সল ইকবাল চৌধুরী । তিনি বলেছেন সাংবাদিকদের প্রতিযে ,
প্রাইভেট প্র্যাকটিস করলে কসাই, বন্ধ রাখলে রোগীদের জিন্মি করা, এ কেমন কথা সাংবাদিক ভাই ও প্রক্টর সাহেব বলবেন কি? আমরা ডাক্তারি পাশ করার পর ভূল চিকিৎসা, ও অবহেলা সম্পর্কে জানার জন্য ৬ মাসের জন্য ঢাবি সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়ে কি্ছু ঞ্জান অর্জন করতে চাই।

ওদিকে ডা. জাহিদুর রহমান রোগী সেবা প্রশ্নে সবার কর্তব্য নিয়ে বলেছেন,
আমাদের মূল ফোকাস ছিল যতদুর জানি, ডাক্তারদের প্রাইভেট চেম্বার না করার দাবি। সারা দেশে প্রাইভেট ক্লিনিক আছে হাজার হাজার, তাতে শত শত ডিউটি ডাক্তার দায়িত্ব পালন করছে। এখন যদি কোন গর্ভবতী রুগির জরুরি ভিত্তিতে আল্ট্রাসনো করা লাগে, সেটা কি করা যাবে না? কথা বললে এরকম অসংখ্য যুক্তি তর্ক হাজির করা যাবে।

 

সেবা চালু রাখতে হবে । মানুষের কাছে বিএমএ কিংবা ডাক্তারদের মন মানসিকতা সম্পর্কে নেতিবাচক ধারনা যাবে।
আজকে প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখার কথা, জরুরি চিকিৎসা সেবা না।

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়