Ameen Qudir

Published:
2017-05-23 03:47:20 BdST

বিএমএর উচিত ঢাবির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা


 

 

 

ডা.শিরীন সাবিহা তন্বি
________________

 

# ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রীর একিউট লিউকেমিয়া (ব্লাড ক্যান্সার)।বাচ্চা মেয়েটির ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে ছিল।নিজেই বলে গেছে গা ব্যথায় গত পনের দিন যাবৎ প্যারাসিটামল ঔষধ খেয়েছিল ব্যথা কমাতে।
আরো বলে গেছে তার রক্তপাতের কারন।
ততদিনে শরীরের ইমিউনিটি শূন্যের কোঠায়।এতটাই ইনফেকশন যে ১০৫ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রা।সঠিক চিকিৎসাই চলছিল।কিন্তু দ্রুত স্বাস্থ্যের অবনতি ঘটল।
অতঃপর তার মৃত্যু সেন্ট্রাল হাসপাতালে।

অতি ফাজিল ঢাবির ছাত্র ছাত্রী দফায় দফায় হাসপাতাল ভাংচুর করল।ডাক্তারদের গায়ে হাত তুলল।।

সাংবাদিক গন হলুদ কালো সাংবাদিতা করল।আবদুল্লাহ স্যারের চিকিৎসাকে সব পত্রিকা ভুল চিকিৎসা বলে লিখল।

 

প্রক্টর মহোদয় যেখানে ঢাবির ছাত্র ছাত্রীরা বড় বড় মারামারি বা ঝামেলা বাঁধাবার পর কেস করতে তিন দিন সময় নেয়।সে এক মুহূর্ত কালক্ষেপন না করে বিশ্ব বরেন্য মেডিসিন চিকিৎসক প্রফেসর ডাঃ এবিএম আবদুল্লাহ সহ ঐ হাসপাতালের সব চিকিৎসকের নামে মামলা করল।
গ্রেফতার হলো জুনিয়র চিকিৎসক।।

অতঃপর বিএমএ কর্মসূচী ঘোষনা করল এই ঘটনার প্রতিবাদ স্বরূপঃ

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)
উক্ত কর্মসূচীতে সকল চিকিৎসকদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ ও করেছে!!!

কর্মসূচী :
১. রবিবার ২১ মে থেকে বৃহস্পতিবার ২৫ মে তারিখ পর্যন্ত সারাদেশে সকল সরকারী এবং বেসরকারী চিকিৎসকদের কালো ব্যাজ ধারন।

২. রবিবার (২১ মে) এবং আগামী বৃহস্পতিবার (২৫ মে) সারাদেশে স্বস্ব প্রতিষ্ঠানের সামনে মানব বন্ধন।

৩. মংগলবার (২৩ মে) সারাদেশব্যপী প্রাইভেট প্র‍্যাক্টিস বন্ধ থাকবে।

___________________________________

 

# এই ঘটনায় সারা দেশের ডাক্তারদের কি অপরাধ যে বৈশাখের দুপুরের ঠাঁটানো রোদে তাদের এক ঘন্টা মানব বন্ধন করতে হবে?
এই দেশে মানব বন্ধন কত অপ্রয়োজনীয় কর্মসূচী তা পে স্কেল আন্দোলনে হাড়ে মাংসে টের পেয়েছি।।

# আর একদিন মাত্র প্রাকটিস বন্ধ??তাতে কি হবে?কাল থেকে কেন সব প্রাইভেট প্রাকটিস বন্ধ থাকবে না ততদিন পর্যন্ত যতদিন না এই আইন সংসদে পাস হবে যে সাংবাদিক ভুল চিকিৎসা লিখলে তাকে তা প্রমান করতে হবে।না করলে তিন বছরের সশ্রম কারাদন্ড???

# কেন দুপুর বারোটা থেকে প্রতিদিন কর্মবিরতি ঘোষনা হলো না ততদিন পর্যন্ত যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মামলা তুলে নেবে এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে???

# বিএমএ কেন স্যারের পক্ষ থেকে ঢাবি বিরুদ্ধে একশ কোটি টাকার মামলা করবে না এই অপকর্মের জন্য???
_____________________________

ডা.শিরীন সাবিহা তন্বি
বরিশাল

আপনার মতামত দিন:


নির্বাচন এর জনপ্রিয়