DESK

Published:
2025-01-01 11:47:13 BdST

সৎ ও সজ্জন অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. গৌরাঙ্গ বৈরাগী আর নেই


ডেস্ক
____________________

পুরান ঢাকার বিশিষ্ট অর্থোপেডিক সার্জন
অধ্যাপক ডা. গৌরাঙ্গ বৈরাগী আর নেই।
গত ১৪ বছর ধরে প্রায় প্রতি শুক্রবার তার সাথে আমার রেলস্টেশনে দেখা হতো। অত্যন্ত বিনয়ী ও নিজের নীতিতে অটল ছিলেন তিনি।
সর্বোপরি তিনি ছিলেন একজন সৎ চিকিৎসক ও ভালো মানুষ।

তথ্যগুলো জানিয়ে অধ্যাপক ডা. মিজানুর রহমান কল্লোল শোকবার্তায় বলেন,
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

ঢাকার প্রখ্যাত অর্থোপেডিক সার্জন
অধ্যাপক ডা. গৌরাঙ্গ বৈরাগীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএসএমএমইউর মনোরোগ বিদ্যার প্রফেসর ডা. সুলতানা আলগিন । শোকবার্তায় তিনি বলেন,
তাঁর পরিবার সদস্য , সহকর্মী এবং শুভানুধ্যায়ীসহ সকলের সঙ্গে সমব্যথী হয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাই।তিনি ছিলেন একজন সৎ চিকিৎসক ও ভালো মানুষ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়