ডা. সোহানা শারমিন

Published:
2024-11-10 12:53:09 BdST

মর্গ থেকে মর্মান্তিক মুনতাহাকে পাওয়া গেছে, মৃত : লাশ পড়েছিল ড্রেনে


মুনতাহাকে পাওয়া গেছে, মৃত : লাশ পড়েছিল ড্রেনে
ডেস্ক
------------------
নিখোঁজের সাতদিন পর সিলেটের কানাইঘাটে বাড়ির পাশের ড্রেন থেকে শিশু মুনতাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার ভোরে কাদামাখা অবস্থায় তার নিথর দেহটি পাওয়া গেছে। এক নারী ভিক্ষুক শিশুটিকে অপহরণ করে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আলিভজান বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি ছয় বছর বয়সী মুনতাহাকে অপহরণ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ৩ নভম্বের বিকেল তিনটা থেকে মুনতাহা নিখোঁজ ছিল। সে উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

শিশুটির নিখোঁজের ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়। ভাইরাল হয় খবরটি। তার সন্ধানে চেয়ে পোস্ট দিতে থাকেন অনেকে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, মুনতাহার বাড়ির পাশেই বসবাস করতো ওই নারী। সে মুনতাহাকে অপহরণ করে। ওই নারী পেশায় একজন ভিক্ষুক। অপহরণের পর একটি ড্রেনে ফেলে রাখা হয় মুনতাহাকে।

ওসি বলেন, আজ রোববার ভোরে ড্রেন থেকে তুলে শিশুটিকে মাটিচাপা দেওয়া সময় ঘাতক নারীকে আটক করে এলাকাবাসী। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়