ডা শাহাদাত হোসেন

Published:
2022-07-04 20:21:17 BdST

সিএমসিতে চিকিৎসকদের নির্ধারিত লিফটে "অনুপ্রবেশকারী"কে উঠতে বারণ করায় মারধোরের শিকার স্বয়ং সহযোগী অধ্যাপক



চট্টগ্রাম সংবাদদাতা
_______________________

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসকদের নির্ধারিত লিফটে বহিরাগত "অনুপ্রবেশকারী"কে উঠতে বারণ করায় মারধোরের শিকার হয়েছেন স্বয়ং সহযোগী অধ্যাপক চিকিৎসক। রোববার দুপুরে হাসপাতালের ৬ নম্বর লিফটের সামনে এ ঘটনা ঘটে। চিকিৎসককে মারধরের অভিযোগে রিয়াজুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার বলেন, লিফটম্যানের সঙ্গে রিয়াজুল তর্কে জড়ালে থামাতে এগিয়ে আসেন  সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান। একপর্যায়ে তাকে মারধর করে ওই যুবক। খবর পেয়ে ফাঁড়ির পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় চমেক হাসপাতালের সহকারী পরিচালক রাজিব পালিত থানায় অভিযোগ করেন।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়