ডেস্ক

Published:
2021-08-14 21:10:12 BdST

নিঃশব্দে অকালে চলে গেলেন সাইকিয়াট্রি র সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালাম


 

ডেস্ক

অকালে চলে গেলেন আমাদের সাইকিয়াট্রি র সহযোগী অধ্যাপক ডাঃ আব্দুস সালাম।
অকাল প্রয়াত মনোরোগ বিশেষজ্ঞ ডা.
আব্দুস সালামের জন্য গভীর শোক জানান ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন।
তিনি বলেন, প্রিয় স্নেহভাজন ডা. সালাম এভাবে অসময়ে চলে যাবে, কল্পনাই করতে পারছি না। যখনই দুঃসংবাদটি জানলাম, স্তব্ধ হয়ে গেছি।
সালাম ভীষণ ভালো মানুষ হিসেবে সকলের মনে জয় করে নিয়েছিল। বাংলা দেশের সাইকিয়াট্রি র বড় ক্ষতি হল। চিকিৎসক সমাজ, রাষ্ট্র হারাল এক সেরা সন্তানকে।  

কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা মোশতাক হাসান চৌধুরী  মিন্টু জানান,

প্রায় নিঃশব্দে চলে গেলেন আমাদের প্রিয় ডাঃ আব্দুস সালাম ভাই ( সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি)। সহকারী অধ‍্যাপক পদে কুষ্টিয়া মেডিক্যাল কলেজে ছিলেন, এরপর সহযোগী অধ্যাপক হয়ে চলে গেলেন বগুড়ায়। দেয়ালের এপাশে ওপাশে অনেকটা সময় বহির্বিভাগে কাটিয়েছি। ভেসে উঠা স্মৃতির মাঝে হঠাৎ উনার কথাগুলোও কানে বাজতে শুরু করলো। অত‍্যন্ত হৃদয়বিদারক!

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়