ডেস্ক

Published:
2021-08-05 18:59:33 BdST

মাত্র ১০ বছর বয়সে ডেঙ্গি জ্বরে শাবাব চলে গেল, অবিশ্বাস্য মর্মান্তিক ঘটনা


 


অধ্যাপক ডা সুলতানা আলগিন
মনোরোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
________________________

এ শোক বইবার নয়। এ মর্মান্তিক। অন্তরাত্মাকে বিপন্ন, বিষন্ন করে দিল খবর।
স্নেহভাজন ছোটভাই সম, এবং বাংলাদেশের প্রতিভা দীপ্ত প্রখ্যাত সাংবাদিক সারোয়ার হোসেনের নিষ্পাপ, একমাত্র সন্তান শাবাব সবাইকে ভীষণভাবে বিপর্যস্ত করে অকালে মাত্র ১০ বছর বয়সে ডেঙ্গি জ্বরে অসীমের নির্বাণে চলে গেল।
একথা লিখতে গিয়ে হাত কাঁপছে।
কী বোর্ডে আঙুল সরছে না।
সাংবাদিক রাজিব নূরের কাছে থেকে যখন খবরটি জানলাম, বিশ্বাস করতে পারি নি। এখনো বিশ্বাস করতে পারছি না।
সারোয়ারের শোক আমাদেরও শোক। সারোয়ারের হৃদয় জুড়ে যে কষ্ট, সে কষ্ট আমাদেরও।

রাজিব নূর জানান, অকালে সন্তানকে তুলে নেওয়ার জন্য এমন ভুল মানুষকে নির্বাচন করে নিয়তি?
আমার বন্ধু সারোয়ার হোসেনের একমাত্র ছেলে শাবাব সারোয়ার মারা গেছে রাত দেড়টার দিকে। সারোয়ার ওর ভাইয়ের সন্তান, বন্ধুর সন্তান এবং নিজের সন্তান সবার জন্য নিজেকে উজাড় করে দিয়েছে সর্বদা। অথচ ওর কাঁধে সন্তানের লাশ রেখে এলাম এখন।
১০ বছর বয়সী শাবাব ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বনশ্রী আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শাবাব গত শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। সোমবার ওকে হাসপাতালে ভর্তি করা হলে মস্তিস্কে সংক্রমণ হয়ে থাকতে পারে বলে সন্দেহ করেন চিকিৎসকরা। সেদিনই ওকে শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র-পিআইসিইউতে স্থানান্তর করা হয়। এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল শাবাব।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়