ডেস্ক

Published:
2021-07-08 17:17:10 BdST

এবার ল্যাম্বডা প্রজাতি


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
_____________________

রূপ বদল আবার করোনা ভাইরাসের, সাজ বদলে অভিলাষী এই ভাইরাস এবার ল্যাম্বডা প্রজাতি ।

জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা রূপ বদল করে ল্যাম্বডা ভাইরাস এবার ইংল্যান্ড, পেরু সহ ২৯ টি দেশে।

আলফা , বিটা , গামা ডেল্টার পর এবার এল ল্যাম্বডা ।
দক্ষিণ আমেরিকার পেরুতে প্রথম হদিশ মিলল এই নব রূপের । ভেরিয়েনট ল্যাম্বডা । ভাইরাসের এই নতুন তম রূপ এতো দ্রুত রূপ বদলাচ্ছে তা হয়ে উঠছে উদ্বেগের কারন বলে হু।
বিজ্ঞানের ভাষায় এর নাম সি ৩৭। একে এখন ও উদ্বেগ জনক না বলা হলেও পেরু সহ অন্যান্য দেশে এর সংক্রমণ ক্ষমতার বহর দেখে আশংকা করা যেতে পারে। একে তাই একে হু বলছেন ভেরিয়েনট অব ইন্টারেস্ট "/।
এই রূপটি গুরুতর উদ্বেগের কারন হতে পারে কারুন খুব অল্প সময়ে ভাইরাসের বাইরের শুঁড়ের মত স্পাইক প্রোটিনের অনেক গুলো মিউ টে শন ঘটিয়েছে । বদলে ফেলেছে স্পাইক প্রোটিনের আকার। স্পাইক প্রোটিন ভাইরাস কে মানব দেহে ঢুকতে সাহায্য করে আর আকাত্র দ্রুত বদলে মানব কোষে প্রবেশের নিয়ু নতুন কৌশল বের করে ফেলেছে এই ল্যম্ব ডা ধরন।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়