Ameen Qudir
Published:2017-02-04 17:09:04 BdST
আপনি পশু বলেই আমি কসাই , আপনি মানুষ হলে আমি ডাক্তার
তানভীর আহমেদ তালুকদার, এমবিবিএস শিক্ষার্থী
______________________________
একজন লোভী ডাক্তারের কথা বলি,
.
গতবার বাসায় যাবার পর,আমার বন্ধুর একটা কাজে আমরা এক ডাক্তারের বাসায় যাই।বাসায় ঢুকেই আমি থ হয়ে যাই।সিরিয়াসলি।
.
লোকটা এতই লোভী যে....
.
দুইটা রুম।ভাঙ্গা খাট।পুরাতন একটা টিভি।সেঁতসেঁতে মেঝে।আমি আমার বন্ধুকে বললাম,"কই নিয়া আসলি তুই? এইটা কোন ডাক্তারের বাসা! আমার বিশ্বাস হচ্ছে না!"
.
ছোট একটা বাসায় তিন ছেলে মেয়ে নিয়ে তাঁরা থাকে।এ যুগে এমনও হয়! আমি যারপরনাই অবাক হই সেবার।
.
আমার এখন মনে হচ্ছে,প্রশ্নকর্তাকে নিয়ে গিয়ে দেখাই,আপনারা যে ডাক্তারদের গণহারে কসাই বলেন,লোভী বলেন...ইনাকে দেখে কি বলবেন?
.
ত্রিশ চল্লিশ বছর পর কোন ডাক্তার যদি টাকা কামায়,গাড়ি,বাড়ি করে,সেটাতে কেন এত গায়ে লাগে মশাই?
.
একজনের একটা কথা ভালো লেগেছে,যারা ডাক্তারদের দুইটা কড়া কথা শুনিয়ে আত্মতৃপ্তির ঢেঁকুর তোলেন,তাদের জন্য নিচের কথাগুলো,
.
"আপনি পশু বলেই- আমি কসাই
আপনি মানুষ হলে- আমি ডাক্তার।"
.
একজনের ডাক্তারের উদাহরণ টেনে উদ্দেশ্যমূলকভাবে ডাক্তার সোসাইটিকে হেয় করার নিন্দা জানাই....আর হ্যা! লোভীদের থেকে দূরে থাকুন...
.
এখন শ্বশুর আব্বাকে তার মেয়ের জামাই কি বলে সেইটা শুনার জন্য অপেক্ষা করছি! ।
_________________________________
তানভীর আহমেদ তালুকদার, এমবিবিএস শিক্ষার্থী , রংপুর মেডিকেল কলেজ।
আপনার মতামত দিন: